Keka Das  
13 Followers · 3 Following

Joined 20 November 2018


Joined 20 November 2018
31 MAR 2024 AT 18:44

যখন একাকীত্ব বড্ড কুড়ে কুড়ে খায়.....
সবার মাঝেও থেকেও মনটাকে একাকী লাগে
আবেগগুলো শক্ত মনে প্রশমিত করে রাখতে চেষ্টা করি...
কখনো সফল হই ,কখনো হইনা...
অবসরে ভাবি...কে আমি!
আমার নিজের পরিচয় কি!
চারিদিকে এত আত্মীয় স্বজনের ভিড়ে .....আমার অবস্থান কোথায়!
আবার ভাবি ,ভবে এসেছি একা ...যাবো একা...
তাহলে মিথ্যে কেন মায়ায় জড়ানো.…
কেন মায়ায় জড়িয়ে নিজেকে হেরে যেতে দেওয়া....
জীবনের সারসত্য বুঝতে এত কেন যে দেরি হয়!!!

-


20 MAR 2024 AT 14:05

আমার ইচ্ছেগুলো ভাসিয়ে দিলেম নদীর জলে....
স্বপ্নগুলো মেলে দিলাম আকাশপানে..
ভালোবাসা ছড়িয়ে দিলাম সবার পানে....
মান অভিমান লুকিয়ে ফেললাম গহীন কোণে....
রাগ বিদ্বেষ ভাসিয়ে দিলাম সমুদ্রের স্রোতে....।
যখন সব দিয়ে থুয়ে একলা আমি...
ইচ্ছেগুলো ভেসে এলো আমার কাছে..
স্বপ্নগুলো নেমে এলো মনের কোনে...
মান অভিমান ফিরে এলো হৃদয় জুড়ে
রাগ বিদ্বেষ ফিরে এলো মন জুড়ে....
ভালোবাসাটা রয়ে গেলো সবার পানেই....।
বুঝলাম, কঠিন সত্য হলো...
মনুষ্য জীবনে ইচ্ছে , স্বপ্ন, মান অভিমান, রাগ,বিদ্বেষ ....
সব রয়ে যায় নাহলে মনুষ্য জীবন সার্থক হয়না....।

-


17 JAN 2024 AT 22:07

অগোছালো আমিটাকে অনেক যত্ন নিয়ে গোছালাম....
তাও দেখি কিছু টুকরো টাকরা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে...
যত্ন নিলাম মনের , যত্ন নিলাম গোপন ইচ্ছাগুলোর....
অগোছালো আমিটাকে গুছাতে গিয়ে অনেক মনি মুক্তো যেমন পেলাম
তেমনি অনেক গভীর ক্ষতের দেখা পেলাম....
ভেবেছিলাম সময়ের সাথে হয়তো তারা ধূসর হবে
কিন্তু ভুল ভাবনা ভেবে মন এখন অধীর....
মেয়েবেলা থেকে এখন ....জার্নিটা বেশ লম্বা ....
তাই গোছানো হয়ে গেছে ভাবলেও দেখা গেলো কিছুই গুছিয়ে উঠতে পারিনি....
সব যেমন এলোমেলো ছিলো তার থেকে আরো বেশি এলোমেলো হয়ে গেলো...
ভাবনাগুলো ছড়িয়ে পড়লো এদিক ওদিক... সেই সঙ্গে ইচ্ছাগুলোও...
বুঝলাম এই বয়সে অগোছালো আমিটাকে অত সহজে গুছানো যাবেনা...
তাই হাল ছেড়ে দিয়ে অগোছালো আমিটাকে আরো অগোছালো করে দিলাম......।

-


23 OCT 2023 AT 11:22

মেয়েবেলাটা হারিয়ে গেলো ঝুপ করে
সেই বাড়িটা....কত স্মৃতি...
এখনও বুকে মোচড় দিয়ে ওঠে
বুকে চিনচিনে ব্যথা হয়....
জানি সময়ের প্রলেপে আস্তে আস্তে ...
সেটাও মিলিয়ে যাবে....
মেয়েবেলাটা কোথায় হারিয়ে গেলো! না আমি হারিয়ে ফেললাম
বলতে পারো!

-


17 OCT 2023 AT 8:51




বদলে যায় বুঝি মানুষই
বদল হয় দুনিয়ার সেটাও মানুষের চোখে
বদলে যায় আশেপাশের পরিবেশ ....সেটা প্রকৃতির জন্যে
বদল হয় মানুষের মন, কাজ ,প্রকৃতি
আজ যে আপন কাল সে পর হয়
আজ যার কথা বেদ বাক্য
কাল তার কথায় অসামঞ্জস্য লাগে....
মনের মতন কথা নাহলে মানুষ বদলে যায়....
বদল হওয়া মুখোশগুলো একের পর এক খসে পরে.
বদলে যায় মাতৃত্বের সংজ্ঞা, বদলে যায় বন্ধুত্ব...
বদল হয় মনের , মানসিকতায়..
বদল হয় চিন্তার.... রুপের...
বদলগুলো দেখে মনে বিভীষিকা জাগে..
মানুষই পারে এমন করে বদলে যেতে......।

-


30 SEP 2023 AT 9:59

চোখের কোন সহসা ভেজেনা
যখন মনের মধ্যে গোপন অভিমানগুলো বিদ্রোহ করে ওঠে
চোখের কোন ভিজে যায়....
সামলে নি, যাতে আত্মজনেরা টের না পায়....
চোখ থেকে সহসা জল পড়েনা
যখন অভিমানগুলো অপমানে পরিণত হয়
তখন আপনাআপনি ঝরে পড়ে।
চোখের কোন সহসা ভিজতে দেইনা
জানি, এ অভিমান... অপমান....রাগ... বিদ্বেষ
সব আমার একান্ত আপন....

-


24 SEP 2023 AT 12:44

একটু একটু সুখ
মুঠো আলগা হলেই দুখ....
একটু একটু ছাড়পত্র
রাশ ঢিলে হলেই একাকীত্ব...
একটু একটু দূরে যাওয়া
প্রথমে মন কেমন করা
পরে ঠিক সয়ে যাওয়া....
একটু একটু অভিমান
জমতে জমতে পাহাড় প্রমাণ...
একটু একটু রাগ
মনে আনে গভীর অভিমান...
একটু একটু দুখ
মনের গহীনে অযথা রক্তক্ষরণ
একটু একটু একা হওয়া
নিজেকে নিজের মতন করে গুছিয়ে রাখা....

-


17 AUG 2023 AT 18:05

আমার মনেতে বৃষ্টি পড়ে অবিরাম
চোখের জল গাল বেয়ে চিবুক ছুঁয়ে যায়
একটা হাহাকার সর্বক্ষণ ঘিরে থাকে
না পাওয়ার সুর বাজতেই থাকে অনর্গল....
বৃষ্টি পড়ে বারোমাস মনের গহীনে
মেয়েবেলার স্মৃতি সবসময় সুখের হয়
হয়তো কিছুটা মিথ্যেও থাকে.... বুঝতে চায়না অবুঝ মন।
মেয়েবেলার আত্মজনেরা হঠাৎ মুখোশ খুলে ....
যখন দাঁড়ায় সামনে....
তখন বৃষ্টি পড়ে বারোমাস অবিরাম...
মনের গহীনে রক্ত ক্ষরণ হয় অবিরত....

-


18 JUN 2023 AT 18:09

এক সমুদ্র অভিমান বুকে নিয়ে বসে আছি
জানি এ অভিমান মেটার নয়, মিটতেও দেবো না...
হয়তো এ অভিমান শেষ হবে চিতার আগুনে...
এক আকাশ তীব্র বেদনায় আক্রান্ত মন
জানি এ বেদনা সারবে না....
সময়ের প্রলেপেও এ ক্ষত সারবার নয়....
হয়তো এও যাবে চিতার আগুনে....
সহস্র প্রশ্ন নিয়ে জেরবার মন...
প্রতিটি অশ্রু বিন্দুর মূল্য চায় মন...
এবার আর চিতায় নয়...
তার আগেই সবটা জানার অপেক্ষায়...

-


18 JUN 2023 AT 18:08

এক সমুদ্র অভিমান বুকে নিয়ে বসে আছি
জানি এ অভিমান মেটার নয়, মিটতেও দেবো না...
হয়তো এ অভিমান শেষ হবে চিতার আগুনে...
এক আকাশ তীব্র বেদনায় আক্রান্ত মন
জানি এ বেদনা সারবে না....
সময়ের প্রলেপেও এ ক্ষত সারবার নয়....
হয়তো এও যাবে চিতার আগুনে....
সহস্র প্রশ্ন নিয়ে জেরবার মন...
প্রতিটি অশ্রু বিন্দুর মূল্য চায় মন...
এবার আর চিতায় নয়...
তার আগেই সবটা জানার অপেক্ষায়...

-


Fetching Keka Das Quotes