কবিতা-"জন্মদিনের শুভেচ্ছা"
কবি - ভরত মণ্ডল
॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰
মোমবাতি তুমি জ্বালাবে
আর তুমিই নিভাবে ৷
কিন্তু যেদিন তোমার মোমবাতি—
অন্য কেউ জ্বালাবে ,
আর প্রদীপের শিখার মতো জ্বলতে থাকবে ৷
তবে ভেবে নিও—
সেদিন তোমায় স্মরণ করবে ,
কিন্তু তোমার অস্তিত্ব মুছে যাবে ৷
কিন্তু তুমি বেঁচে থাকবে যতদিন ,
শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাব ততদিন ৷
॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰
- ভরত মণ্ডল —
10 OCT 2019 AT 7:38