"আ"
আমার আশা আম-আতা,
আপেল আঙ্গুর আর আটা।
-
এবং কবিতা,গল্প,নাটক,উপন্যাস রচনাকার..
আপনি সাহিত্য ভালোবাসলে
অবশ্যই ফ্ল... read more
"আ
----------------------
আমার আশা আম-আতা,
আপেল আঙ্গুর আর আটা।
---------------------
শব্দার্থ:- আটা-গম চূর্ণ করে তৈরি।-
অলৌকিক বলে কিছু নেই !
আমাদের ভাবনা চিন্তায় যদি কিছু আসে--
সেটাই লৌকিক !
-
অলসতায় অবনতি
অধিক অহং অর্থ ক্ষতি
অভিজ্ঞদের অনুসরণ
অমানুষও অসাধারণ-
"পাঁচ টাকার গোলাপে"
ভরত মণ্ডল
~~~~~~~~~~~~~~~~~~~
ভালোবাসা পাঁচ টাকার গোলাপে
আর ফুটপাতে নাই ,
ভালোবাসা সুন্দর পোশাকে
আর অনেক বেশি টাকাতেই হয় ৷
ভালোবাসতে মনের প্রয়োজন হয় না ,
কেননা মন থেকে যারা ভালোবাসে
তারাই ভালোবাসা পায় না ৷
ভালোবাসা তো দামি গাড়িতে—
আর ওয়ো'র মত হোটেলে দেখা যায় ,
কে বলেছে মন থেকে ভালোবাসলে পায়?
আসলে ভালাবাসা—ভালোবাসা নাই ৷
ভালোবাসা পাঁচ টাকার গোলাপে
আর ফুটপাতে নাই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~-
প্রথম প্রেম ভুলাও যায় না ,
আর না ভুললেও হয় না !
তাই হয় না-যায় না—
ডানে-বামে রেখে ,
সারাজীবন কাঠিয়ে দেবো—
দূরত্ব বজায় রেখে !
-
২০২৪-প্রকাশ পাবে ছড়ার বই
বইয়ের নাম—
"বর্ণই ছড়া"
গুরুজনের উপদেশে নাম পরিবর্তন হতে পারে ৷
-
একজনের ভালোবাসা পাওয়ার জন্য কেঁদেছি ,
আর অন্য জনের ভালোবাসা পেয়ে কেঁদেছি !
তবে কোনোটাই ভুলতে পারেনি—
না একে , না ওকে !
আজও যন্ত্রনা দেয় এর-ওর স্মৃতি
আজও কাঁদায় এর-ওর প্রীতি!
ইচ্ছেটা রয়েই গেল ,
যেটা মন চেয়ে ছিল !
জানি না পাবো কি না ,
জানি না যন্ত্রনা গুলো ভুলবো কি না..........!
-
একজনের ভালোবাসা পাওয়ার জন্য কেঁদেছি ,
আর অন্য জনের ভালোবাসা পেয়ে কেঁদেছি !
তবে কোনোটাই ভুলতে পারেনি—
না একে , না ওকে !
আজও যন্ত্রনা দেয় এর-ওর স্মৃতি
আজও কাঁদায় এর-ওর প্রীতি!
ইচ্ছেটা রয়েই গেল ,
যেটা মন চেয়ে ছিল !
জানি না পাবো কি না ,
জানি না যন্ত্রনা গুলো ভুলবো কি না..........!
-