অতিরিক্ত বিলাসিতা বর্তমানে হতাশার মূল কারন,,,!!— % &
-
মানুষ তখনই নিজেকে দুঃখী মনে করে যখন সে তার চাহিদার জিনিসগুলি পায়না,
কিন্তু সে কখনো এটা ভেবে নিজেকে সুখী ভাবার চেষ্টা করেনা যে,
আজ তার কাছে যা আছে অনেক মানুষের কাছে তাই নেই!
তোমার কাছে যা কিছু আছে তারজন্য তুমি মন থেকে কৃতজ্ঞ হও,
দেখবে মনে এমনিই শান্তি চলে এসেছে,
তখন আর নিজেকে দুঃখী মনে হবেনা,
হতাশাও দূরে সরে যাবে ॥— % &-
যদি তুমি মনে করো তুমি সুখী তবে এই পৃথিবীতে তোমার থেকে সুখী আর কেউ নেই,
যদি তুমি মনে করো তুমি দুঃখী তবে এই পৃথিবীতে তোমার থেকে দুঃখী আর কেউ নেই। নিজেকে সুখী রাখার দায়িত্ব তোমার একান্তই নিজের।
হ্যাঁ এটাই বাস্তবতা!!— % &-
তোমার কোন ভুলের জন্য কে তোমাকে ক্ষমা করলো না করলো সেটার থেকে বড়ো কথা হলো তুমি নিজেকে ক্ষমা করতে পারছো কিনা!যেটাকে বলা যেতে পারে আত্মতুষ্টি। তাই নিজেই নিজেকে ক্ষমা করতে শিখুন॥— % &
-
জীবনে বন্ধু থাকা ভালো কিন্তু সেই বন্ধুরা তোমাকে কি চোখে দেখে সেটা তোমার বোঝা দরকার।তোমার কোন বন্ধু যদি তোমার সমালোচনা করে তবে সেটা ভালো কিন্তু সেটা যেন সবার সামনে না হয়। সব সময় যেন তারা তোমার খারাপ দিক নিয়ে সমালোচনা না করে সেদিকে খেয়াল রেখো। বন্ধুত্ব এমন হওয়া উচিত যে তোমার খারাপ দিক গুলো শুধরে নিয়ে ভালো হতে সাহায্য করবে। তোমার মধ্যে থাকা ভালো দিকগুলির প্রশংসা করবে। আর তোমার খারাপ গুলোকে মানিয়ে নিয়ে সারা জীবন বন্ধু হয় তোমার পাশে থাকবে॥— % &
-
জীবনে বন্ধু থাকা ভালো কিন্তু সেই বন্ধুরা তোমাকে কি চোখে দেখে সেটা তোমার বোঝা দরকার।তোমার কোন বন্ধু যদি তোমার সমালোচনা করে তবে সেটা ভালো কিন্তু সেটা যেন সবার সামনে না হয়। সব সময় যেন তারা তোমার খারাপ দিক নিয়ে সমালোচনা না করে সেদিকে খেয়াল রেখো। বন্ধুত্ব এমন হওয়া উচিত যে তোমার খারাপ দিক গুলো শুধরে নিয়ে ভালো হতে সাহায্য করবে। তোমার মধ্যে থাকা ভালো দিকগুলির প্রশংসা করবে। আর তোমার খারাপ গুলোকে মানিয়ে নিয়ে সারা জীবন বন্ধু হয় তোমার পাশে থাকবে॥— % &
-
চালাকির দ্বারা হয়তো,
তুমি সকলের মন জয় করতে পারবে,
কিন্তু সততা দিয়ে নয়!
কারণ একটা মানুষ সবসময়,
সকলের কাছে ভালো হয়ে থাকতে পারেনা!!-
Jo jada samajdar hota hai,
Uski life mai jada dukh vi hota hai,
Kiuki use sacrifice karna parta hai,
Jise sacrifice karna ata nehi,
O samajdar kaise hogi....-
Oii suno,,,
I love you💕
Mai jantihu ki tum,
kisi orse peyar karti ho 😢
Lekin mai vi to tumse,
Muhabbat karti hu 😊-
#12_january
#swami_vivekananda
#shortbio
January 12th is a memorable day because, Swami Vivekananda was born on 12th January 1863 at Shimla in North Kolkata. Swami Vivekananda's nickname was Billey and and his previous name was Narendranath Dutta. Swami Vivekananda was a Hindu Monk, philosopher,writer, musician and a leading disciple of Ramakrishna paramhamsa, a nineteenth century Indian mystic. In India, Vivekananda is referred to as 'Bir Sannyasi' and his birthday is celebrated as national Youth Day in India.-