Kashmeera Das   (©কাজুর_ডাইরি)
2.0k Followers · 210 Following

read more
Joined 10 June 2017


read more
Joined 10 June 2017
27 NOV 2021 AT 1:58

এসে গেছে, এসে গেছে, এসেছে এবার শীত
মুড়ির মোয়া, আখের গুড়ে - ভরছে চারিদিক।
থরে থরে সাজছে যে সব, মিষ্টিমুখের দোকান
জয়নগরের মোয়ার গন্ধে, মাতোয়ারা প্রাণ!!!
ক্ষীরের নাড়ু, পাটালি গুড় - জমছে হাঁড়ি ভর্তি
বাদাম দিয়ে নলেন গুড়ের হচ্ছে মিষ্টি চাকতি।
বলো দেখি কোথায় পাবে এমন মিঠাইবাহার???
স্বাদটা পেতে আসতে হবেই, কলকাতাতে এবার!!!

-


2 NOV 2021 AT 8:10

ধনপতি গণুবাবু বসেন পদ্মাসনে
মুষিক-সহ তিনি সদা বেরোন দেশভ্রমণে
লাড্ডু হাতে শুঁড় নাচিয়ে পুজো নেন যিনি
তাঁরে আমরা সিদ্ধিদাতা সহায় বলে চিনি
মানবকুলের অভয়দাতা, পেটুক গজানন
চতুর্থীতে সবার ঘরে রইলো নিমন্ত্রণ !!

-


2 NOV 2021 AT 7:59

সব "ছবি" হতে নেই
কারণ.. কিছু স্মৃতি ভালো!

-


25 DEC 2020 AT 22:44

গুটি গুটি পায়ে শেষ হয়ে আসে বছর
ডিসেম্বরের গায়ে জোনাকির মতো আলো জ্বলে থাকে
পিছনে পড়ে থাকে ফেলে আসা বেশ কিছু বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ
হিমের চাদরে ঢাকতে শুরু করে দিনের আলো
স্মৃতির পাহাড় জমিয়ে জীবন থেকে মুছে যাবার প্রস্তুতি নেয় কেউ
কালো দাগ কেটে যায় কিছু মুহূর্ত
কারোর শেষ দেখার ঝলক বয়ে বেড়ায় হয়তো কোন ক্যাফে অথবা কোনো বাস স্টপেজ
কারোর ছেড়ে যাবার কান্না ধরে রাখে অন্ধকার গলিপথের ধারে থাকা ল্যাম্পপোস্টের আলো
কিছু অগোছালো বন্ধুদের কোলাহল মিশে থাকে গঙ্গার ঘাটে ঝাপটা দিয়ে যাওয়া জলে
পার্কের পাশের আইসক্রিম ঠেলাগাড়ি অজস্র যুগলের মান ভাঙানোর হিসাব রেখে দেয়
সময় অল্প আঁচে নিজেকে পুড়িয়ে নিতে নিতে ভাবে এবার কি তাহলে ফুরোবো?

পৃথিবী ঘুরতে থাকে
দিন রাতের কাঁটা থামে না
এ শহর সব খেয়াল রাখে
এ শহর বুক দিয়ে আগলায়
এ শহর অপেক্ষায় থাকে আবার..
নতুন কোনো খোলা খাতার
নতুন কোনো স্বপ্ন সাজানো ভোরের!

-


4 OCT 2020 AT 1:23

অল্প অহং পুঁটলি করে জমিয়ে রেখো মনে!
নইলে সবাই পাপোষ ভেবে ঠেলবে ঘরের কোণে!!

-


1 OCT 2020 AT 9:38

আমরা যারা বোকার হদ্দ, কথার আঁচে কান সেঁকি
কেউ বুঝিনা আসলে তো, এই দুনিয়ার সব মেকি!!!

-


27 AUG 2020 AT 13:36

নিরপেক্ষ ভাবে নীরব থাকুন
শান্তি ও স্বস্তি দুটোই মিলবে!

-


27 AUG 2020 AT 13:32

দিনে দিনে বয়স যত বাড়বে...
Ignorance এর পারদ তত চড়বে!

-


4 AUG 2020 AT 1:16

রাগে অনুরাগে তোমায় জাপটে ধরি আমি
মুখের কথা বুকের খাঁজে জমতে দিয়ে থামি
রাতের পরে বেহাগ রাগে খুঁজতে তোমায় নামি
পরজন্মেও আমারই থেকো এটাই আমি কামি!





বি.দ্র. :- এখানে কামি বলতে কামনা করি বোঝানো হয়েছে, ছন্দের সৌন্দর্য রক্ষার্থে উল্লেখ করেছি

-


14 JUL 2020 AT 10:53

অ্যালার্ম ক্লক টা ভীষণ দুষ্টু, সকাল হলেই শুরু
রবিবারেও ব্যাটা কানের কাছে, "এবার উঠতে হবে গুরু!"
যেতে হবে আঁকার ক্লাসে, ফিরেই আছে সাঁতার
ক্লাস সিক্সে পড়ছ তুমি, সময় যে নেই ফাঁকি মারার!
সোমবারটা আসলো মানেই, এবার স্কুলের ঘন্টি বাজল
সকাল থেকে সন্ধ্যে এখন চারগুণ পড়া বাড়ল
স্কুলের পড়া, হোমওয়ার্ক আর টিউশনের চাপে
সময়গুলো ভয়ের চোটে থরহরি কাঁপে।
মঙ্গল-বুধ-বৃহস্পতি, শুধুই আসে আর যায়
সেসব দিনের বিকেলগুলো, অ্যাবাকাসেই থমকে যায়!
বাড়ি এসেই আবার বসে, সায়েন্স-ম্যাথের আসর
ছোট্ট বিতান ভাবতে থাকে - বুঝি এরাই প্রকৃত দোসর!!
শুক্র-শনি এল মানেই, আছে ল্যাঙ্গুয়েজের ছড়ি
তারই সাথে গুনতে হবে ইতিহাসের ঘড়ি
ভূগোল ও আছে ম্যাপ সাজিয়ে, সময় সবার বাঁধা
মাঝে মাঝে পাহাড় আর নদনদী সব, চক্ষে লাগায় ধাঁধা

এরপরে সেই ঘুরেফিরে আসে রবিবারের সকাল
পড়াশোনার চার চক্করে তখন সপ্তাহটাই নাকাল
গল্পের বই উইপোকায় কাটে, রূপকথা এখন শুধুই ড্রিম
বড় হবার কঠিন চাপে, হারিয়েছে বিকেলের ফুচকা-আইসক্রিম
ক্রিকেট ব্যাটেও জমছে ধুলো, ডিউস বলের শুকনো মুখ
"ছেলেবেলা"? এখন বড্ড বেমানান, হয়তো কোনো পুরোনো অসুখ!

-


Fetching Kashmeera Das Quotes