Kashi   (KASHI)
1.1k Followers · 193 Following

read more
Joined 25 July 2018


read more
Joined 25 July 2018
10 APR AT 23:12

চোখে চোখ রেখে যদি জীবনে থেকে যাও,
আকাশের বৃষ্টি, বইয়ের ভাঁজের গোলাপের মতো সহস্র উপন্যাসে;
প্রেম অপেক্ষারত ।

-


21 NOV 2024 AT 18:55

শহরের চোখ অস্বাস্থ্যর খরচের বিল মেটাতে নাজেহাল,
ইচ্ছেরা বাস্তবিকতার প্ল্যাটফর্ম কাঁপিয়ে বেপাত্তা হয়ে যায়।
একাকীত্বের ঠিকানা হাসপাতালের তিন নম্বর বেড,
নীলচে আলোয় আশা ছদ্মবেশে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠে;
অবরোধ অন্ধকারের চাদর ঢেকে দিয়েছে সুখের গল্প-গুজব।
তারপরও চিৎকার উঠেছে উচ্চস্বরে প্রেমের পরিচিত নিয়ে,
প্রশ্ন ইঙ্গিতের জেরায় মূলস্রোত থেকে হারিয়ে যায় সংসার স্বপ্ন।
অপরাধী দাগ নিয়ে ভাগ্যবতী ভালোবাসা, তবুও শেষের লাইনে;
দ্বিতীয়ার অধিকার অসুখকে শিকড় থেকে উপড়ে ফেলে দিয়ে যাবে ইতিহাস।

-


28 OCT 2024 AT 1:50

ঔদরিকতায়, বিলাসিতায় দিলকশি্ শরতের দরজায় এসে দাঁড়ায়,
নরম শান্ত উনস্ অলসতায় ছুঁয়ে দেয় প্রেম মসনদের হলদেটে দেওয়াল;
সমকক্ষ বিরোধীতায় সাতপাঁকের ইতিহাসে মহব্বতের মুখোমুখি একমাত্র অহংকার।
আকিদাতে আঘাতের জমায়েত কথার হিংস্রতায়,অভিমানের প্রতিযোগিতায়;
হাতে হাত রাখার লোভ প্রজাপতিদের সিঁদুর নিয়ে লৌকিক ইবাদত করে।
পরিণয়-জুনুনের লালসা দুমড়েমুচড়ে ফেলেছে আত্মমর্যাদার রঙবাহারি খোয়াব,
দ্বিতীয়ারা এই রূপকথায় বহিরাগত, তবুও ঈর্ষা দেহত্যাগের উপর লিখে অভিশাপ।

-


24 OCT 2024 AT 20:50

শুনেছি অদ্বৈত পর্যন্ত যাওয়ার পথে মিশে যায় প্রেম আর পূজা,
তোমার স্পর্শে , নিঃশ্বাসে ঝলমল করে আমার শিউলী ফুলের মালা ।
রাতভোরের অন্তর্দ্বন্দ্ব হেমন্তের একাদশীতে আলতো ফুঁ দিয়ে হেঁটে চলে সোজা,
ইশারায়, ধ্রুবতারায়, শহরকে চমকে তোলা সহযাত্রীর পছন্দের খেলা।

-


24 OCT 2024 AT 0:43

দক্ষিণ চোখের পাশে ছোট্ট কাটা দাগ,
সাশ্রু আঁখি আড়ালে জমায় উন্মুক্ত সোহাগ;
জমা আছে ঠোঁটের কোণে আমার পরিত্রাণ,
অনূঢ়ী অভিশাপে সহস্রবার পরাভূত কাল্পনিক প্রাণ ।

জর্দার সাথে মিশে আছে রঙবাহারি স্বপ্নের সুবাস,
নীলচে বাসের জানালায় অপেক্ষা আঁকে শুষ্ক গোলাপের মাস;
এক মরুভুমি অবহেলা তোমার উপন্যাসের রসদ,
বসন্তের মফস্সলে একাকী বিনোদিনী কাঁপিয়ে দেয় মসনদ।

-


23 OCT 2024 AT 23:53

অধিকার বিবেচনা তকলিফের দায় বয়ে যায়,
শহরের চোখে ঝড় উঠেছে অনুভূতিময়;
প্রণয়িনী সাদাফিঙের খোঁজে সত্যান্বেষী।
হেমন্তে মিশেছে বিষাদ,
অস্থিরতা শিড়দাঁড়ায়;
মেটামরফোসিস!

-


21 OCT 2024 AT 23:09

ক্ষোভ -বিক্ষোভের সম্ভবনা কমবে,শুষ্ক গোলাপে মোড়া উপন্যাসের শেষে;
একাকীত্বের সূত্রে জানানো হবে হয়তো গোলমালের বেঠিক হিসেব।
ভাস্কর্যগুলির নিজস্বতা আড়ালে আঁচ করতে পারে বাস্তবিকতা;
একাংশ মনোরঞ্জন অন্য দিক প্রতিবাদ করবে, ওপিনিয়ন রাখবে আশা রাখছি।
সকালের কাগজে চোখ বোলানো সুখের ঠিকানা খোঁজার চেষ্টা,
চেনা পারফিউম, চেনা অ্যানাউন্সমেন্ট মিথ্যের প্ল্যাটফর্ম কাঁপিয়ে হুড়োহুড়ি করে ;
ভিড়ে চলন্ত প্রেমিকারা অবরোধ বায়োপসির যন্ত্রণা নামিয়ে আনে ব্যালকনির আনাচে কানাচে।

-


20 OCT 2024 AT 12:09

উপবাসে গাঁথা আছে লিখিত অসম্মতি,
সর্বসমক্ষে বলা চরিত্র ক্ষারণের প্রগতি।
দূষণে দূষণে ছয়লাপ, আন্তরীক্ষ ক্রন্দিত;
স্বকীয় প্রকৃতি নিম্নগামী, কপটতার উপাখ্যানে এ শহর গুঞ্জিত।
জায়ুর গন্ধ মেখেও লাঞ্ছিত দুহিতা,
তারপর সংগ্রাম শোনায় আইনের সংহিতা;
মানবীয় নারীবাদ নির্বাক পয়মন্ত,
স্বল্পভাষী বৈধ আত্মিকতা বিকার শৈল শিখরে ঘুমন্ত।

-


19 OCT 2024 AT 22:22

मैं धारा हूं ।
भागीरथी मां है मेरी ,मन है ,आकाश है और शक्ति भी।
धारा चलते फिरते उठते बैठते कितने लोगों के लिए बोझ हैं।
पर, धारा अलग हैं।
वह नहीं जानती सब कुछ मान लेते कैसे हैं ;
कैसे नजर झुका के चलते हैं;
कैसे धीरे से बोलते हैं, कैसे कम हंसते हैं।

धारा सवाल करती है, मैं ही क्यों ?
धारा कश्मकश में रहती हैं,
जवाब खोजती हैं,
धारा लड़ती हैं,
धारा उम्मीद हैं,
धारा नियमों के हर बांन्ध को तोड़ती है और लक्ष्य को पा जाती हैं,
ज्ञान प्रकाश को छूकर महासागर बन जाती हैं।
मैं वही धारा हूं।।

-


19 OCT 2024 AT 22:01

কাছাকাছি পৌঁছে দেওয়া ভাগ্যঈশ্বরের পরিহাস ,
তোমার কল্পনায় হিম-পরশের নিস্বন , প্রেমের সর্বনাশ ।।

-


Fetching Kashi Quotes