Kaniz Fatima Kona   (.......)
49 Followers · 24 Following

Joined 6 April 2019


Joined 6 April 2019
7 AUG 2019 AT 11:00


যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি।
যখন এ ঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন…স্বপ্ন দেখে মন।।

-


25 JUL 2019 AT 23:34

কবীর, তুমি শুধু আমার জীবন প্রদীপ। আমার একটাই আলোক উৎস নচেৎ দিগন্তের সমস্ত আঁধার আমার বুকে ঝরে.....

-


25 JUL 2019 AT 23:25

কবীর, ভীষণ ভালোবাসি তোমায়; জানো তুমি?

-


4 JUL 2019 AT 20:23

I wish that you were here
or I were there
or we were together anywhere...

-


16 MAY 2019 AT 22:54

প্রিয়তমেষু,
ভালোবাসা ছাড়া আমায় আর কিছু দিওনা।আমি তোমার ভালোবাসায় বাঁচতে চাই। বাঁচাবে? আমি মৃতপ্রায় একটা মুমূর্ষু প্রাণী। আমায় বাঁচিও.....

-


16 MAY 2019 AT 18:55

কবীর,
উষার হাসিতে তিমিরের অন্ধকার দূরবীভূত হয়ে পৃথিবী পায় সূর্যের আলো।
নিত্য উষার মত তুমি আসনা আমার পৃথিবীতে তাইত থাকি সর্বদা কালো।
তুমি দুইশত শব্দে আমার মনের অবস্থা জানাতে বললে না? আমি জানাতে পারবো না দুশত শব্দে। দুইশত শব্দে বলার মত কতোকথা হয়ত আমার নেই,শুধু একটি শব্দ আছে। আর আমি জানি,তুমি বুঝতে পারো সেই শব্দটা কতোটা সত্য। শব্দটা শুনতে চাও আবার? আমি বলছি, " ভালোবাসি"
আরো জোরদিয়ে বলবো, "আমি তোমায় ভালোবাসি" প্রচণ্ড ভালোবাসি।শুধু তোমাকেই ভালোবাসি। আমার মনে আর কোনো ফিলিং নাই। আমার আর কোন কথা নাই। আমি জানিনা কি করে ভালোবাসা প্রকাশ করতে হয়,শুধু জানি ভালোবাসি। কবীরকে, ভালোবাসি। আমার কবীরকে ভালোবাসি। আমার জীবনে এরচেয়ে বড় কোনো সত্যি নেই...তুমি ছাড়া আমার কোন জীবন নেই। আমি অন্ধকার। আমার সবকিছু কালো। তুমি একমাত্র আলো।

-কণা

-


3 MAY 2019 AT 23:19

প্রেম বলেনা যে, যুগে যুগে আমার লাগি আছে জেগে....

-


2 MAY 2019 AT 2:45

100 days of our journey....
I was lots of happy at last 100 days with my Love.....

Kabir, Valobashi...

-


1 MAY 2019 AT 23:58

Allah, keep him in peace....Bless to him! Remove all of the anxiety of his life..He keeps silent of noiseless time with poetry! He is true! Keep him with Truth........

My pray to Allah,his Healthy and obstacles free life...

-


1 MAY 2019 AT 2:38

......

-


Fetching Kaniz Fatima Kona Quotes