Kanchan Majumder  
23 Followers · 8 Following

Joined 11 November 2018


Joined 11 November 2018
6 SEP 2022 AT 23:14

-:অপ্রত্যাশিত:-

আমার ভাবনাই ঠিক ছিল,
তবুও মন মানেনি!
শুধু তুমি বলেছিলে বলেই,
আমার জোর করাতে নাকি
তোমার সুখের ঠিকানা লুকিয়ে আছে।
তাই তো বারবার চেয়েছি
তোমার চেনানো পথ ধরে
তোমাকে সুখের ঘরে পৌঁছে দিতে।
তুমি যখন খোলা চুলে,
ঐ স্বর্ণময়ী স্কুলের
মাঠের পথ দিয়ে
হেঁটে হেঁটে বাড়ি ফিরতে,
আমি চেয়ে ছিলাম
মুকুন্দের বাঁশির সুরে
তোমাকে চমকে দেবো।
তুমি তখন ছিলে ঐ বাঁকা গাঁয়ের,
মেঠো পথ দিয়ে বয়ে আসা
শীতল হাওয়ায় উদ্ভাসিত ।
তারপর সেদিনের বিকেলের ডাক,
যখন বয়ে এনে দিল তোমার বার্তা,
সমস্ত ব্যাধিঘোর কাটতেই,
বুঝতে পারলাম
বাঁশির সুর নই ,
প্রতিবারই আমি ছিলাম তোমার কাছে
উড়ো ফোন হয়ে ।

-


8 AUG 2022 AT 15:44

#বিরহ প্রেম #

জন্ম তোমায় দিলেন যারা, তাদের তুমি করলে ছাড়া,ভালোবাসা তো মিলন ঘটায় বিচ্ছেদ তো নয়!তবে কি তা দুয়ের মধ্যে,সবার মধ্যে নয়?

ইঞ্জিনিয়ার দাদার চোখে স্বপ্ন ছিল, বোনটি কে তার সাজিয়ে দেবে ভালো ঘরে, ভালো বরে।
মেয়েটি সে বুঝলো না তা, আবেগ ভারে বিবেক হারায়,জেদও ধরে।

মেয়ে যাচ্ছে কলেজেতে, রোজ যেমনই যায় তেমনি, আসবে বুঝি ঠিক সময়ে আপন ঘরে ফিরি।
এখন আমার 18+ এ ঘর আমার নয় গো আপন,ঐ পথে ঐ ঘরটি আমার,দেখ সবাই, আছে পাতা বিয়ের পিঁড়ি।
বন্ধুরা সব অপেক্ষাতে, কলেজ শেষে মেয়েটি আসবে বাংলা ক্লাসে,সেদিন ছিল বাংলা পরীক্ষা,
আসলো না সে, শিক্ষক টা করতে থাকে তারই অপেক্ষা।
কষ্টেতে মা আছেন যখন দাঁতের ব্যথায়,
তখন তুমি স্বপ দেখ ছেঁড়া কাঁথায়।

ঘড়িতে যখন রাত এক টা,
বুকফাটা এক কষ্ট নিয়ে বাবা কাঁদে মেয়ের শোকে,
রাস্তার ধারে দাঁড়িয়ে,ঐ আম গাছটির পাশে,

তুমি তখন বেজাই খুশি, রঙিন আলোয় আপন সুখে সহবাসে।

শিক্ষক টা শিখিয়ে ছিলেন আত্মতত্ত্ব জ্ঞানের ধারায়,কিকরে প্রেম বাটবে তুমি, কিভাবে মন জুড়বে এই জিবাত্মা আর পরমাত্মায়।

এদিকে সবার দুচোখ বেয়ে ঝড়ছে অশ্রুধারা,
তুমি কি জানো? তোমায় কত ভালো বেসেছে তারা?

-


12 OCT 2021 AT 21:42

//বলেছিলে আসবে তুমি \\

ভাদ্রতে বলেছিলে আশ্বিনেতে আসবে
তুমি সাদা-রং লাল পেড়ে শাড়িতে
আর আমি ব্লু পাঞ্জাবী জিন্সে।
দেখা হবে পূজা মণ্ডপে
মহা অষ্টমী তিথিতে
এক সাথে দেব অঞ্জলি।

আমি জানতাম না, অঞ্জলি দিতে গেলে
পূজা-পাঠ করা শিখতে হয়।
তবেই লোকে বলবে ভালো মেয়ে।
আমি জানতাম না মন্ত্র উচ্চারণ ভুল হলে
লোকেরা বলবে অলক্ষী
তোমার ভালোবাসাগুলো জলাঞ্জলি দাও
কখনো চাইনি আমি
আমার কাছে তুমিই লক্ষী
তাইতো চেয়েছি তোমার সংস্পর্শে
নিজের হৃদন্তর বিকশিত করতে
বলেছিলে আসবে তুমি
অষ্টমী তিথিতে।

-


8 MAY 2020 AT 23:52

"২৫শে বৈশাখ "

আজ ২৫শে বৈশাখ,শুধু আমার কেন
সব মানুষের হৃদয় জুড়ে থাক
রবি ঠাকুরের অমর বাণী ।
হাজার ফুলের আহ্বানেতে
আমরাও বুকের মাঝে টানি ।।
তোমার সুরের মায়াজালে
অবাক হল বিশ্ব ভুবন
এখনো কি মধু ঢালে ।
গদ্যে পদ্যে ছন্দে গাঁথা
বিশ্ব জুড়ে আসন পাতা ।।

-


27 MAY 2019 AT 1:10

তোমার নিরবতা
আমার শূন্য এ বুক
হারিয়েছে ভালোবাসা
খোঁজে উষ্ণ সুখ।

-


25 MAY 2019 AT 17:43

২৫ শে বৈশাখ

আজ ২৫ শে বৈশাখ,শুধু আমার কেন
সব মানুষের হৃদয়-জুড়ে থাক
রবি ঠাকুরের অমর বাণী
হাজার ফুলের আহ্বানেতে
আমরাও বুকের মাঝে টানি
তোমার সুরের মায়াজালে
অবাক হল বিশ্বভূবন
এখনো কি মধু ঢালে
গদ্যে পদ্যে ছন্দে গাঁথা
বিশ্ব জুড়ে আসন পাতা।

-


30 JAN 2019 AT 0:19

-:চেয়ে ছিলাম:-

চেয়ে ছিলাম তোমায় আঁকড়ে ধরে
রাখতে
দুটি বাহুর মধ্যে খানে আপন হয়ে
থাকতে।
চেয়ে ছিলাম নীল-আকাশের নীল রং
মাখাতে
ইচ্ছে করে দুটি চোখে স্বপ্ন-ছবি
আঁকতে।
চেয়ে ছিলাম এক একটি নতুন নাম
রাখতে
ভালোবাসার নামটি শুনে মুখটি তুলে
থাকতে।
চেয়ে ছিলাম তোমায় নিয়ে নতুন গান
বাঁধতে
ভরিয়ে দিতে সে গান আমার ছন্দ-সুরে
সাধতে।
চেয়ে ছিলাম তোমায় নিয়ে সুখের ঘর
বাঁধতে
সেই ঘরেতে সুখের প্রদীপ জ্বালতে তুমি
পারতে।

-


1 JAN 2019 AT 17:51

Happy
New
Year
2019🌹🌹

-


29 DEC 2018 AT 0:29

আমি দেখেছি সেই ভালোবাসা কে,
যে ভালোবাসা মিথ্যা ও অবিশ্বাসের পাহাড়ে ঢাকা পড়ে গেছে ....

-


26 DEC 2018 AT 23:49

তুমি যতই নিজেকে আমার থেকে আড়াল করার চেষ্টা করবে
স্মৃতি ততই আমাকে তোমার কাছে এনে দেবে..

-


Fetching Kanchan Majumder Quotes