সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়।
মেঘ করেছে বৃষ্টি হবে এটাই মনেরআসা,আর
এরই মধ্যে বেঁচে আছে পুরানো স্মৃতি জড়ানো অনেক ভালোবাসা।
তাই শুধুই বসে বসে অপেক্ষা করা।-
আজ আমার একলা আকাশ
চাঁদের সাথে আড়ি
মাঝ রাতে তাই শুকতারাটা
যাচ্ছে নিজের বাড়ি।
আজ আমার কষ্ট দুপুর-
বিষণ্ণ এক ক্ষণ।
মন ভালো নেই মন ভালো নেই
নেই যে ভালো মন।-
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন শুভ জন্মদিন !!-
চব্বিশ বছর আগে এসেছিলে এই ভুবনে!
যেদিন তোমার সাথে হল পরিচয়,
সেদিন থেকেই আজকের দিন আমার জীবনে,
জানি না কেন এত আপন মনে হয়!
শুভ হোক তোমার দিন, ভালবাসা দিলাম উপহার
এই দূর থেকে মেঘের সাথে ভেসে,
তোমার হৃদয়ের গভীরে যাবে মিশে।
যদিও আমি নেই দৃষ্টির সীমানায় তোমার!
তোমাকে আচমকা অবাক করতে পারব না
পারবনা সন্ধ্যার মৃদু আলোতে,বুকে জড়িয়ে বলতে,
হে প্রিয়, শুভ হোক তোমার জন্মদিন।
আকাংখা পূর্ণতা পেল না।-
আমার একা বড় একা লাগে,
শুধু তোরই ছবি চোখে ভাসে।
তাই জেগে থেকে আঁধার রাতে,
তোকে ভেবে যাই ভালোবেসে।
আমার স্বপ্নরা তোর দ্বারে,
ছুটে গিয়ে শুধু ভীড় করে।
যখন আলো আসে খুব ভোরে,
নীরবে ওরা যায় সরে।
আমার ইচ্ছেরা ছুটে চলে,
তোর দ্বারে গিয়ে কড়া নাড়ে।
তোর ভালোবাসা খুঁজে মরে,
খুব ভালোবাসি আমি তোরে।
তুই বলনা আমায় : ভালোবাসি,
আমিও তোমায় ভালোবাসি।
ভালোবেসে এসেছি কাছাকাছি,
আমি ছিলাম তোমার, আজও আছি।
আমার রাতের আকাশে মেঘেরা কাঁদে,
দু’চোখে শ্রাবণ নামে তারই সাথে।
তুই কাছে এসেও চলে গেলে,
আমার একা বড় একা লাগে।-
যার প্রতিক্ষায় সকাল দুপুর,
ভেবে কাটে একলা প্রহর।
সে কি আমায় করছে মনে?
ভাবছে কি হায় ক্ষণে ক্ষণে?
যার পরশে একলা আমি,
অকূল পাথারে নাইতে নামি।
দাঁড়িয়ে আমি যার আশাতে,
রংধনু রং যার হাসিতে,
যার আচলে সুখ খোঁজে যাই,
ভালবাসে সে কি আমায় ?
যার হৃদয়ে হৃদয় রেখে,
ঘুরে বেড়াই স্বপ্ন মেখে।
যার ভাবনায় সারাটিক্ষণ,
উদাস হয়ে থাকে এ মন।
সারাদিনমান যার ছায়া,
ছড়িয়ে রাখে অসীম মায়া।
সেই মানুষের স্বপ্ন সুখে,
ভাসছি আমি দিবা-রাতে।
কেউ যদি পাও তার দেখা,
তার কানেতে বলো একা।
তারে হীনা একলা জীবন,
বেঁচে থেকেও যেন মরণ।-
আমার পৃথিবীটা আজ আমি তোমাকে দিলাম
রাতের ঘুমহীন চোখে স্বপ্নটুকু আমিই নিলাম।
শরতের সাত রঙে রাঙা রংধনুর আকাশ
নদীর কূলে বয়ে চলা ঝিরেঝিরে বাতাস
নীল মাখা আকাশের তলে
শুভ্র মেঘ ভেসে ভেসে চলে
তার সাথে তুমি রবে হেসে খেলে।-
সারাদিন আমি যেখানেই যাই,
যত কষ্টেই সময় কাটাই ,
ফিরে এলে ঘরে অবশেষে,,,,
সে ডেকে নিলে সহাস্যে,
যেই তার মুখপানে চাই ,,,,,
বেঁচে থাকার জন্য ইচ্ছে খুঁজে পাই।-
তোমার হাতে হাত রেখে পাড়ি দিবো সব বাধা।
তোমার চোখে চোখ রেখে ভুলে যাই সব ব্যথা।
তোমার কোলে মাথা রেখে ঘুচে যায় অস্থিরতা ।
তোমার প্রাণে প্রাণ মিলিয়ে খুঁজি জীবনের পূর্ণতা।-
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে,
সূর্য ডোবে রক্তপাতে।
সব নিভিয়ে একলা আকাশ,
নিজের শূণ্য বিছানাতে।
একান্তে যার হাসির কথা হাসেনি।
যে টেলিফোন আসার কথা আসেনি।-