1 MAR 2018 AT 6:30

আজ আমাদের ন্যাড়া পোড়া,
কাল আমাদের দোল,
রঙ মেখে ভাই বাধিয়ো না
যেনো গন্ডগোল।।
রঙের ভিতর আবির,আবার
আবিরেতে রঙ,
রঙ আবিরে মাখামাখি
সাজবে সবাই সঙ।।
মিষ্টি মুখে আদর সুখে
যত হৈ হট্টগোল,
রঙ মাদলে গাইছে সবাই,
আবোল তাবোল।।
প্রিয় জনে আপন মনে
পথে চেয়ে রয়,
মরদ আমার আর আসেনা
চোখের ধারা বয়।
আয়রে আমার পাগলা মরদ
বাজা ঝুমুর মাদল,
তোর মাদলে মাতাল হব,
আসুক ঘোর বাদল।।


- কমল ইন্দু