kamalendu Dalal   (কমল ইন্দু)
12 Followers · 3 Following

MA (Sociology & Bengali)DRP(CU)Author and Faculty (Sociology )
Joined 18 November 2017


MA (Sociology & Bengali)DRP(CU)Author and Faculty (Sociology )
Joined 18 November 2017
25 FEB AT 16:01

বিবেকের আত্মহনন

মাঘের অমাবস্যার মাঝ রাত, ঘুম ভাঙে অকস্মাৎ,হায়!
চমকে উঠি, বিলম্বিত বোধোদয়,কেবলি ভয়,কি হয়।
রাজনীতির পিশাচেরা কেবলি গোনে ধর্মের পাঁজর,
মেরুদণ্ডহীন কীটেরা মানবতার বিবেক মুছে করে হুল্লোড়,
জাতীয়তাবাদ নয় জাতের বড়াই,জিজ্ঞাসে কী ধর্ম আমার।
ভোটবাজারে মানুষ তুচ্ছ, মাপকাঠি যত জাত-ধর্ম সবার?




-


17 AUG 2024 AT 22:15

এক বিশ্বাস ঘাতকের দেশ

আমি এক বিশ্বাস ঘাতকের দেশে থাকি,
যেখানে সরকার এক নির্মম শোষকের অভিনেতা,
গদিতে ফিরে আসার নামে মানুষের গণতন্ত্রকে হত্যা করে,
ভাবখানা দেখো, মনে হবে যেন বিশ্ব ত্রাতা,জগন্মাতা!!

আমি এক নরখাদকের দেশে থাকি,
যেখানে সরকার মানুষের অধিকার ছিঁড়ে ছিঁড়ে খায়,
নেতা মন্ত্রীরা সুখ স্বাচ্ছন্দের পাহাড়ে চড়ে,মানুষকে বলি দেয়!
আশায় মরে চাষা, মিথ্যে ভালোবাসা, সুখ যত আত্মহত্যায়!!

আমি এক ইতরের দেশে থাকি।
ফেতরের ফাতরামি যেখানে শীর্ষ স্থান পায় ,
মানুষ সেথা অবহেলায়, উদর পোড়ে ক্ষুধার জ্বালায়!
সূর্য যায় অস্তাচলে, তবু অপেক্ষায়,দিন বদলের আশায়!

আমি এক রক্ত পিপাসুর দেশে থাকি!
যেখানে 'আছে'দের তোয়াজ করে,'নেই'র পায়ে বেড়ি,
যত অসত্য সব সত্য, আর অকল্যাণের কল্যাণ কামি!
দারুর পয়সায় দারুন আছি, নিদারুণ সব দাদাগিরি!!




-


30 APR 2024 AT 8:21

লন্ডন অন্বেষা

কলকাতা রে তুই লন্ডন হোলি না তো!
ঢাক গুর গুর নীল সাদা দূর, ঢক্কা নিনাদ,
শেষে কিনা জয়সলমের, ধুর ধুর....
দেখ চেয়ে দেখ,সে যে
জীবন যাবার জোগাড়!
চালসে গরম, চড়ছে চরম, কোথায় গিয়ে থামবে!
এ যেন লকডাউনের কাউন্ট ডাউন,
মিলে একাকার বস্তি ভাগাড়!!

কলকাতা রে, তুই লন্ডন হবি কবে, বল?
সব ছেড়েছুড়ে, তোর বুক জুড়ে, আর কতকাল,
তাপ উত্তাপ যত সন্তাপ, জয়সলমের!!
লাজে মরি হায়, বড় অসহায়-
সাধু চোরেদের, আঁধার গারোদের, শোনো হাহাকার!!
চাতক পাখির দূর চাহনি,
ভেবে দেখে না কেউ আর-
লন্ডন আয় ভাই, জয়সলমের চাইনা আর!!






-


29 AUG 2023 AT 15:31

((((((((((((((heavenly love))))))))))))))

Is it divine association, then how to meet,
Who detouched ourselves and why it is,
Who denied to disclose and why, jealousy?
How much waiting my love,don't know how it is..!!

Are you considering the love is platonic, why?
Whenever closing ourselves,someone disturb,
It's a conspiracy, breaking our relationship!
Come on my love, close to me, look, I am still!!

A big monotony, seeing road,you will come,
Days after days ,then how many days my love?
I am in a broken heart💔, still waiting for you,
There is no chance little bit,return without you.

-


29 AUG 2023 AT 9:54

# # # # #উলট পুরান # # # # #

কাল মাঝ রাতে আজব স্বপ্নে দেখি,
ভোরে চাঁদ উঠেছে যেনো পশ্চিমে?
দিনের আলো,খুঁজে দেখি নাই,
সেথায় রাতের আধার এসেছে নেমে।
গুলি কার্তুজ ছুটছে কিনা ধনুর বাণে,
তাতে আপামর কেনো মরতে চায়?

ডানরা রয়েছে বামে,বামেরা সব ডানে,
কুকুর শিয়াল গান ধরে, ভৈরবীতে হায়!
পুরুষরা ছেড়ে ধুতি পড়েছে শাড়ি,
মুখে সব রং কালি মেখে এসে দাঁড়ায়।
পা দুটি ঊর্ধে তুলে করছে দেখো আস্ফালন,
সেথায় সবাই হাতে হেঁটে ঘুরে বেড়ায়।

শ্রমিকরা সব আইনসভাতে বসে দেশ চালায়,
মালিকরা কাজের খোঁজে কলে কারখানায়।
গাড়ির চাকা উর্ধ্বে দেখো, চলছে কি তবে?
ওরা চলছে কই রাস্তায় গড়াগড়ি যায়।
আর,নদীর জল ছুটছে ডাঙা দিয়ে,
রাস্তাগুলো কিনা মাঝ নদীতে,হায়হায়!!

-


20 AUG 2023 AT 15:30

(+(+(+(সুনীল সাগরে)+)+)+)

যে ছিল প্রান্তিক, উদ্বাস্তু,
এই রঙিন কলকাতায় যে ছিল বিবর্ণ,অখ্যাত।
যার জীবনের একটা স্বর্ণ মুহুর্ত কেটেছে ১০/১০এ,
পেটের জ্বালায় যে একসময় নিজের কলমকে বেঁচতে চেয়েছিল!!

সেই মানুষটি নিজেকে কিন্তু বিক্রি করেনি কখনো-
কবি সাহিত্যিকের সত্ত্বায় নিজেকে পরিচিত করেও,
স্বকীয় এবং স্বতন্ত্রতায় তিনি ছিলেন অনন্য!
শিকড়ের টান ছিল তার বোহেমিয়ানায়।

জীবন যন্ত্রণার সেই দিনগুলি পেরিয়েও তিনি ছিলেন জীবন সংগ্রামী।
আরম্বরতার সুযোগ এলেও তিনি থেকেছেন সেই সাবলীল সহজ সরলতায়।
খেটে খাওয়া মানুষের পাশে থেকেছেন লিখেছেন অনেক কিছু!
মেহনতি মানুষের অধিকার বুঝে নিতে তিনিও ছিলেন তাদেরই পাশে।

সেই সুনীল আলো যখন বিলীন-নিথর!
তাঁর খ্যাতি-যশ যখন জনমুখী মানব প্রেমে,
স্পর্শকাতর হয়ে উঠল একদল পিশাচ!
সাহিত্য-সংস্কৃতি শূন্য কুলাঙ্গারগুলি তখন সুনীল প্রেমে মাতোয়ারা।

সাহিত্য-সংস্কৃতির তাঁরা নাকি আপনজন!
আজ সেই লোহিত নীল নিথর, তার পাঠক কুল নিশ্চুপ!
পিশাচ ঘেরা তার নিথর দেহের পাশে, তার পাঠকরাই নেই!!
আছে কিছু মেকি সাহিত্য রসিক, আর তথাকথিত রাজনেতা!!

-


18 AUG 2023 AT 8:50

(((((((((Need to meet mentally)))))))))

How it is possible, now you are in warfield,
Fighting against your enemies with...
Every time in gun point with high weapons!
Moving, patrolling golden cities to save..
the life in anyway!! Ohh Ukraine...
My heart you are..my friend..my love!!
need to meet anyway, any moment!
If you survive then I am... otherwise,
If you return then I am.. survive for yourself!
Obeying responsibilities as peacekeeper...
As UN peacekeeping force from NATO countries!!
Alert always.. save herself.. oh my God!!



-


18 AUG 2023 AT 7:43

(((((((((তুমি নেই)))))))))
তুমি নেই বলে সূর্য ওঠেনি বর্ষার বাতাস অসহায়, ম্লান,
তুমি নেই বলে আজও হলো না আমার সাধের রোদ্র স্নান,
তুমি নেই বলে বাজে নি ভৈরবী,সানাই রয়েছে মুখ ফিরায়ে,
তুমি নেই বলে সিকান্দাররা যেন আছে জেগেও ঘুমিয়ে,
তুমি নেই বলে নর কঙ্কালরা দেখো আমায় ঘিরে ওঠে মেতে,
তুমি নেই বলে বিকৃত কাম জাগে ওই যে নপুংসকদের সাথে।
তুমি নেই বলে মেঘ ভাঙা বৃষ্টিরা আজ যত গর্জায়,
তুমি নেই বলে আমার বিবেক পথ হারায় মরু সাহারায়,
তুমি নেই বলে বিধির বাঁধন করে অপমান বারবার,
তুমি নেই বলে হিংসাকে আপন করে নিজেকে করি ছারখার,
তুমি নেই বলে বিধির বিধান ভাঙ্গে ভাঙ্গুক মুক্ত চিন্তায়,
তুমি নেই বলে ন্যায় নীতিগুলি বিমুখ,আমি অসহায়।।

-


14 AUG 2023 AT 10:06

+++++তোমারে চিনি!!!!!

থাকো যতদূরে,থাকো তুমি,দেখো কিনা দেখো,ওগো শোনো কি না শোনো,
আমি জানিনে জানিনে শুধু তোমারেই জানি,তুমি আসমানী চাঁদ,মানো!
কখনো তুমি তেজস্বিনী,সূর্যের রং ধরো,আমি তোমারি, তুমি মানো আর না মানো।
তোমারে সমর সাজে দেখিনি, রণাঙ্গনেও দেখিনি, দেখতে পাবো কি কখনো?

তোমারে মিলায় কোন মহা শক্তি,কেন আগে নয়,এ পড়ন্ত বেলায়,
জাতি ধর্মের ঊর্ধ্বে তুমি,মিলিয়েছি সুর তোমারি দাবিতে, আমিও অবহেলায়!
প্রতিশ্রুতি দিয়েছি তোমায়,থাকবো পাশে,কালে অকালে- বেলা অবেলায়!
বলেছিলে আজীবন অটুট থাকতে হবে কথায়,সততায়, নিষ্ঠায় কৃতকার্যতায়।

আজ তুমি অনেক দূরে,এক পবিত্র কাজে,ন্যায়ের যোদ্ধা তুমি এ বিশ্বের,
আর্তের সেবায় নিয়োজিত প্রাণ,প্রতিশ্রুতি আত্ম বলিদান, মহামানবের!
বিশ্ব অভিভাবক রাষ্ট্রপুঞ্জের নির্দেশ মানছো তুমি নির্দ্বিধায়,পাশে আর্তের,
যতবার যুদ্ধে যাও বলে যাও,করো আশীর্বাদ ফিরে আসবার,কাতর কন্ঠের..!!

থাকুক যত বাধা বিঘ্ন,সঞ্চারিত হোক তীব্র গতির,আমার যোদ্ধা আসুক ফিরে,
দু বাহুতে জড়ায়ে ধরে,বলবো তারে,পুষ্পশয্যায় এসো ফিরে তোমার নীড়ে,
ফিরে যাবে রণাঙ্গনে,রবে তুমি কন্টক সজ্জায়,মৃত্যুপুরী সম্মুখ সমরে!
রইবো তোমার অপলক অপেক্ষায়,ফিরিয়ে নেব তোমায়, পরম আদরে সমাদরে!!

-


4 AUG 2023 AT 22:46

!!!!!শান্তি সেনানী!!!!!

ও আমার বিদেশিনী গো-
ও আমার শান্তি সেনানী গো-
তুমি লড়ছো সুদূর ইউক্রেনে, সংগোপনে,
কখনো বা আনমনে...
কথা কও... কথা কও...
ও আমার বিদেশিনী গো...!!
এ জীবনে তোমাকে চাই.. তোমাকে চাই,
কোথা পাই... ও আমার...
ও আমার শান্তি সেনানী গো!!

তুমি জীবনটাকে রাখছো বাজী, তবু রাজি,
মরতে রাজি, মারতে রাজি, লড়ছো আজি,
তুমি তোমার জন্য একটু সময় রেখেছো কি?
ভেবেছো কি,আমিও আছি, কাছাকাছি, পাশাপাশি!!
ও আমার শব্দ তরঙ্গিনী গো!
এই জীবনে তোমাকে চাই... তোমাকে চাই,
কোথা পাই... ও আমার...
ও আমার চপল হরিণী গো!!

তুমি যখন চুপটি থাকো, আড়াল রাখো,
মৌন ব্রতে আমায় বাঁধো, আমায় বিধো,
তুমি বোঝনা কি সুদূর পারে.. কেউ হাতটি নেড়ে,
তোমার কুশল জানতে চেয়ে,অপেক্ষা করে!!
ও আমার ঋতুরঙ্গিনী গো...
এ জীবনে তোমাকে চাই... তোমাকে চাই...
কোথা পাই... ও আমার!!
ও আমার মনোহরিণী গো!!


-


Fetching kamalendu Dalal Quotes