Kamal Majumdar  
354 Followers · 21 Following

Joined 8 October 2019


Joined 8 October 2019
6 HOURS AGO

ডাকছে শৈশব, হচ্ছে কলরব
ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ডাকছে মাঠ, ছুট্টে দৌড়
ডাকছে পুকুর, ডাকছে পাতিহাঁস |

ডাকছে স্কুলের ক্লাস, ছুটছে কলম
ডাকছে হরি স্যার, শিমুল ম্যাম
ডাকছে কেয়ারটেকার বাহাদুর
ডাকছে স্কুলের গেটে আচার, জেলি, জ্যাম |

ডাকছে মল্লিকা, হাত ধরে ছোটা
ডাকছে শৈশবের প্রেমের স্পর্শ
ডাকছে ফুচকাওয়ালা, একসাথে খাওয়া
ডাকছে সিনেমা হলের হর্ষ |

ফেলে আসা স্মৃতি, বড়ই ব্যথা
ডাকলে সে কয় অনেক কথা
তবু রয়ে যায় মনের কোনে
একটু একটু করে বিরহের জাল বোনে |

-


7 HOURS AGO

had no cloud, no rain but sun raised temperature up and up.

-


YESTERDAY AT 10:57

একটা জাগরণ নিয়ে জন্ম আসে
শিশু জন্মেই কাঁদে, আবার হাসে
এরপর পিতা মাতার কঠোর শ্রমে বড় হয়
আটঘন্টা শ্রমের আইনে চাকরি হয়
সেই চাকরিতে জল থাকে
তবে কে কার মুখ রাখে
অনেক যোগ্য চাকরি না পাওয়া রাস্তায়
অনেক যোগ্য চাকরি হারা আজ পস্তায়
দুর্নীতির দূরবিনীত দৌরাত্যে চাকরিহারা
আজ মে দিবস দিচ্ছে ডাক বঞ্চিত যারা
নতুন দিন আসুক স্বচ্ছতার ডাক নিয়ে
প্রতিটা দিনই নতুন হোক স্বচ্ছ সমাজ দিয়ে |

-


YESTERDAY AT 9:12

we work hard with determination and sincere.

-


30 APR AT 10:45

it is greenery day for mine and on walking blowing cool air.

-


30 APR AT 10:40

এক গোধূলির আকাশ দেখতে চাই
তীব্র কালবৈশাখীর তান্ডব ছুঁতে চাই
রুদ্র তপনকে যেন গ্রাস করে নেয়
বৃক্ষের পোড়া জীবনে যেন শান্তি দেয়
টালির চালে বসে থাকা কাক আশ্রয় খোঁজে
মাঠের গরুগুলি যেন ভয়ে চোখ বোজে
তুমি মাথায় ঘোমটা দিয়ে পালিয়ে যাও
দ্রুত ঘরে পৌঁছে দরজা দাও
বুক জুড়ে অপেক্ষারা ক্রন্দনে রত
অবশেষে সে এসে মুছলো ক্ষত
তুমি পালিয়ে গেলে ঘরের বিছানায়
আমি নিজেকে দেখি কালবৈশাখীর আয়নায় |

-


29 APR AT 9:41

আমি সূর্যের দেশে পৌঁছতে চাই
আমি তাকে প্রশ্ন করতে চাই
কে তুমি ঐ আগুন ছড়ানো দৈত্য
কেন তুমি আনতে পারোনা শৈত্য
এতো আলো দেখে ভয় লাগে
উত্তাপ পৌঁছে যায় আমার জন্মের দাগে
কে তুমি আলো হয়ে এগিয়ে আসো
কে তুমি শুধু আলো দিয়েই ভালোবাসো
এতো আলোর আগুন চাইনা প্রভু
তোমাকে শৈত্যের প্রবাহে দেখতে চাই কভু
আমি সূর্যের দেশে যেতে চাই
প্রশ্নের জন্য যেন তার দেখা পাই |

-


29 APR AT 9:08

start a new journey for weekdays.

-


29 APR AT 9:06

after holidays I motivate for new week days.

-


28 APR AT 11:51

অক্ষর সেজে বসে আছে সবুজ পাতায়
কলম না হয় চলুক সরলরেখায়
যেখানে আকাশ আছে, মেঘ আছে
যেখানে কোকিল আছে শিমুল গাছে
যেখানে তারা আছে, চাঁদ আছে
যেখানে জোছনা নেমে আসে কাছে
যেখানে সূর্যের আলো আছে গাছের ফাঁকে
যেখানে ছায়াতলে কপোত কপোতীর মধুচন্দ্রিমা আঁকে
যেখানে সবুজ বনানী নীরবতা রচে
জীবন যেখানে একাকী হয়ে বাঁচে
কফি হাউসের টেবিলে যেখানে প্রেম সাজে
যেখানে প্রেমিকের প্রস্তাবে প্রেমিকা পড়ে লাজে
যেখানে প্রেমিকার কপালে চাঁদ টিপ হয়ে যায়
যেখানে প্রেমিক বসন্তের গান গায়
কলম যেন কোথাও থেমে না যায়
সর্বত্র কলম চলুক সরলরেখায় |

-


Fetching Kamal Majumdar Quotes