Dear Love,
.
.
I tried countless time to feel you,
But in the end you only made me heart broken.
.
.
.
.
So I think its time I stop looking for you, stop finding you.
.
.
This time I hope, may you find me in this vast sea of people & look at me with a different viewing angle.-
গোটা জগত জুড়ে কত্ত মানুষ চারিদিকে।
তাও দিনের শেষে, এই জন জোয়ারের মধ্যে গৃহে ফিরে সেই তুমি একা আর আমিও একা।
আগে তাও বাবা-মা ছিলো আগলে ধরার জন্যে।
পরে বুঝলাম আসলে কেউ ছিলো না, কেউ নাই, আর কেউ আসবে ও না।
আর এটাই হয়তো জীবন🙂-
আজও এই শেষ রাত্রে,
তোমার স্মৃতি জড়িয়ে,
ঢুলু ঢুলু আখি নিয়ে,
ছবি দেখি আমি শুধু তোমারই।
তুমিতেই শুরু,
তুমিতেই শেষ,
এই জীবন আজও হইয়ছে নির্বিশেষ।
শুধুই তুমি তুমি ভাব,
তোমাতেই জড়িয়ে ও আমি বুঝি তোমার অভাব।
-
A suggestion from Myself to my 10 Year Old self :
Life is filled with Darkness, find yourself in this Abyss. And Shine above the world in someones Blackest Night.
Never Stop Laughing & never stop Loving.-
যখন দিনের শেষে তার মুখটি দেখার জন্য মন প্রাণ আতকে ওঠে......
একমাত্র তখনই বোঝা যায় সেই মানুষটি জীবনে কতটা প্রয়োজনীয়.....
কিছু কিছু মানুষ জীবনে থাকতে থাকতে অভ্যাসের মতন হয়ে ওঠে.......
দিয়ে হুট করে যখন জীবন থেকে সরে যায়, তখনই শূন্যতা তিলে তিলে মেরে ফেলে.....
আর তার চারপাশ বুঝিয়ে দেয় যে দেখো যাকে প্রাধান্য দেবে জীবনে, সেই তোমাকে একলা রেখে চলে যাবে......
আর এটাই হয়তো জীবনের নিয়ম.....
.......................একটু পাশে থাকিস।-
আজও এই নিঝুম সন্ধায়,
মন শুধু তোমাকেই চাই,
সে তুমি যতই দূরে ঠেলে দাও,
আমি এটাকে মানিয়ে নিয়ে তোমার নিকট আসিব,
সে যতই ঘেন্না করো না কেনো,
এই ঘেন্নার মূল্য আমি ভালোবাসা দিয়ে বোঝাবো,
সে যতই দূরে ঠেলো মনকে শক্ত করার জন্যে,
তোমার পাশে থেকেই নিজেকে কোমল করে তোমায় বাঁধিয়ে তুলবো,
ছেড়ে যেওনা প্রিয় পাশে থেকো,
এই জীবনে এটুকুই দাবী রাখবো।-
My world was in a Eternal Pause,
Then God Blessed me,
And you came like a Whirlwind,
And i was a dandelion who was blown away with you,
You are like The Brightest Star in my Darkest Night,
Please stay like these forever....-
নাই বা হলে তুমি আমার এই জীবনের শেষে,
দেখা হবে হয়তো আমাদের এই দেহের শেষে।
.
.
😌
🙏🏼
.
.
এই দেহ যাহায় রয়ে যায় পৃথিবীর সব রহস্য মিশে ,
দেখা হোক তোমার আমার পুনোর জন্মে ছদ্ম বেশে।-
চললাম নিদ্রার দেশে,
অন্তহীন এক স্বপ্নে ছদ্ম বেশে।
যেখানে সত্যি হয় সব স্বপ্ন,
এখানেই শেষ হোক আজকের প্রশ্ন।
😌
🙏🏼-
মা হয় দেখা দে,
নয় টাকা দে।
এসব কিছুই চাই না মা,
শুধু আমার প্রিয় মানুষটিকে ভালো রেখো
🙏🏼☺️-