স্বার্থপর পৃথিবীতে....
কেউ কারো আপন হয় না,
সব ক্ষণিকের অভিনয়!
প্রয়োজন ছাড়া কেউ কারো হয় না।
দুই একজন যারা ভাল আছেন
মানুষ তাদের সব সময় ভুল বুঝে
আর দোষ খোঁজে।
পৃথিবী এমন এক অদ্ভুত রহস্যময় স্থান !

- ম্যাজিশিয়ান কাজী