কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন   (ম্যাজিশিয়ান কাজী)
16 Followers · 17 Following

read more
Joined 7 October 2018


read more
Joined 7 October 2018

যদি খুব অস্থিরতার মাঝে...
হঠাৎ কেউকে খুব মনে পড়ছে,
অথবা খুশির মুহুর্তে...
কারো চেহারাটা ভেসে আসছে।
তবে ভেবে নিও
সেই তোমার ভালোবাসার মানুষ,
হয়ত তা তোমার মনের অজান্তে,
হয়ত বা তুমি সবই জানতে।
এই তো ভালোলাগার ভালবাসা

-



ও'কে বলে দিয়েছি,
দূরে দূরে থেকো প্রিয়।
সময় হলে আমি ও আমার পরিবারের লোকরা
তোমাকে খুঁজে নেবে

-



পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ "মা"
আর সবচেয়ে আপন শব্দ "বাবা"
শব্দ গুলো এখনো অক্ষত আছে, কিন্তু মনভরে ডাকার মানুষ গুলোকে হারিয়ে ফেলেছি...

-



জীবনে কে কি বলে তা পাত্তা না দিয়ে
নিজে কি করছি তা নিয়ে ভাবাই আসল

-



এক গুচ্ছ স্বপ্ন নিয়ে যে জন্মায়,
সে কখনো ঘুমোতে পারে না..

-



মনের মাঝে ভালোলাগা কিছু কথা...

আমি যখন খুব আপসোস নিয়ে বলেছিলাম,
"আমার হাতের লেখা খুবই জঘন্য"
তখন এক বাক্যেই আমাকে খুব আনন্দ দিয়েছেন...
"ম্যাজিশিয়ান, আপনার লেখা বুঝা যাই"

-



আমি শিহাবের জীবনসঙ্গীটা আসলে অনেক ভাগ্যবান,
যদি সে তা মনে করেন....
কারণ আমার লিখাই যত "তুমি" সব তুমি'র মালিক তো সে-ই হবে।

-



আমরা তো ভাই
মানুষ!
আর মানুষ শব্দটি বড়ই
অদ্ভুত...

-



কিছু কথা...

চাওয়া আর না-পাওয়ার মাঝে
বেঁচে থাকার নামই জীবন।
আর সব হারিয়েও সব বিসর্জন দিয়েও
মুক্ত ভাবে হাসার নামই সুখ।

-



>>>>কবিতাংশ<<<<

তোমার ওই দু' চোখ দিয়ে আমি শুধু পৃথিবী দেখি না,
একটা সাজানো গোছানো স্বর্গ দেখি,
যে স্বর্গে তুমিই সব।

-


Fetching কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন Quotes