Juthika Halder   (যুথিকা হালদার)
1.0k Followers · 61 Following

read more
Joined 4 May 2020


read more
Joined 4 May 2020
13 APR 2024 AT 21:17

বুকের মাঝে জমিয়ে রাখা আবেগ
বাষ্প হয়ে জমছে নিরন্তর,
সময় স্রোতে ছুটতে হবে জানি-
থামলেই পথ রুদ্ধ অবান্তর।

-


4 NOV 2023 AT 23:31

কিছু কবিতা অলিখিত-ই মরে
জমাট বাঁধে নিঃশ্বাসে,
অভিমানগুলো ফিকে হয় রোজ
ঠাঁই ক্ষিণ হয় বিশ্বাসে!

-


1 NOV 2023 AT 22:35

ওই রাতগুলো বোঝে সব অভিমান
তুমি যাকে ভেবে যাও অভিযোগ,
একদিন থেমে যাবে কলতান-
থেকে যাবে স্মৃতিদের গোলযোগ!

-


26 JUL 2023 AT 18:27

প্রতিটা মুহূর্তে তোমায় খুঁজি
হ্যাঁ, আমি শুধু নিজেরটাই বুঝি!

হাজার দায়িত্বের ভার জমতে জমতে-
আমি বুঝে গেছি নিজেরটা...
তাইতো দূরে থাকলেও
তুমি না খেলে খেতে পারি না আজও,
পারি না তোমার অসুস্থতায়
দু-দন্ড স্থির হয়ে দু চোখের পাতা এক করতে,
কিংবা আমার অনিচ্ছাতেও
তোমার আবদারেদের দূরে সরিয়ে দিতে পারি না!
এসব আমি নিজেরটা বুঝি বলেই হয়তো।

কিছু ভালোবাসার মানুষ নিজেরই হয়,
একান্তই খুব নিজের-
তাই, আমি নিজেরটাই বুঝি!

-


13 MAY 2023 AT 23:08

যেটুকু পথ পেরিয়ে এলে তোমায় পাবো পথের শেষে,
সে পথ টুকুই ভবিতব্য,জানবো ভালোবেসে, ভালোবেসে।

-


9 MAY 2023 AT 19:34

আলোর বেগে এক নিমেষে
ভুলিয়ে দিতে দুঃখ নিরাশা,
তোমার সৃষ্টিতে তুমি অদ্বিতীয়
চোখ বুজে মন পায় ভরসা।

-


4 MAY 2023 AT 20:30

শ্রাবণ এল যে পথে
সেই পথ আমার চোখের একার নয়!
তোমার যে পথে একলা রাতজাগা শুকতারা
হাতছানি যোগায় সেই পথেরও।
তাইতো আমার ভালোবাসার স্পর্শ ওর বুকে ঢেলে দিই...
বরাবরই তুমি নীরব!
তোমার দুঃখের গরল নীরবেই পান করে যাও বারংবার!

তবুও শ্রাবণ এল যে পথে,
তোমার একলা রাতজাগা শুকতারার বুকে-
কিছুটা দুঃখের গরল ঢেলে দিও আমার নামে!
চোখের তারায় শ্রাবণ এলেও সেই পথই আমার সুখ।
বারংবার... আজীবন...

-


27 MAR 2023 AT 20:04

ভালোবাসার রঙিন স্মৃতি
বুকের ওমে যত্ন করে,
খুব আদরে রাখবো ঢেকে
নাগাল পাবে না কোনো বিষাদ ঝড়ে।

-


26 NOV 2022 AT 19:25

ঠিকানা দিলাম পথের শেষে ক্লান্ত চোখে যদিও অসময়ের ছাপ,
চাতক মনের আবেগ মেখে বাড়িয়ে দিও ভালোবাসার হাত।

-


14 SEP 2022 AT 21:27

ইচ্ছের শব!

সময়ের হাত ধরে কত মেঘ
কত ঝড় জীবনের পরতে পরতে,
বাঁধাহীন মন চাই মুক্তি...
পাহারা কাটিয়ে ঘুরে দাঁড়াতে !

সমালোচনা-ঈর্ষার কত তীর
বিঁধে রোজ সামলানো বড় দায়!
হাতছানি-পিছুটান-অভিমান...
থাকে চাপা,সবাইকে কি সব মানায়?

ভাবি এক,অন্য কিছু করে গ্রাস!
হৃদয়তে ব্যথাদের কলরব;
সময়ের বজ্রমুষ্টিতে চাপা মুখ!
নিরবে দগ্ধ কত ইচ্ছের শব!!

-


Fetching Juthika Halder Quotes