2 AUG 2019 AT 17:20

# # # তোমার ওই হাসি # # #

কোন এক দিবসে
জ্যাম রাস্তার মাঝে
আমার পাশে দাঁড়িয়ে
আড়চোখে তাকিয়ে
দিয়েছিলে যে মৃদু হাসি
তোমার মিষ্টি ঠোঁটের কোণে--------



তোমার ঐ মায়াবী হাসি
করেছে আমায় পাগল
মনের কোণে বাজে তাই
আজ মধুর সুরে মাদল।।

দেখে তোমার মিষ্টি হাসি
পড়েছি আমি প্রেমের ফাঁসি
কেড়েছে আমার রাতের ঘুম
তোমার ওই মায়াবী হাসি।।

তোমার ঐ মধুর হাসি
যখন পড়ে আমার মনে
বুঝি তোমায় ভালোবাসি
আমি গোপনে গোপনে।

তোমার লাজুক হাসি
করেছে আমায় দিবানা
আজ তোমায় ভালবাসতে
নেই তাই আর কোন মানা।।

🖋এস.হাজরা

-