আগের মত ভীষণ মন খারাপে
কলমে শব্দ সাজাতে আর পারি না,
কই হাজার চেষ্টার পরেও তো
তোমায় ভুলতে আমি পারলাম না ।
এস • হাজরা-
কখনো মন ভাঙ্গে কারো কথার আঘাতে
আবার কখনো ভাঙ্গে এই মন
মনের না পাওয়া আশাতে !
এস.হাজরা-
প্রতীক্ষায় রইলাম আমি
ভাঙবে কবে তোমার এই অভিমান..
সেইদিন দুনিয়ার বুকে ছড়িয়ে দেবো
শুধু এই জনমে নয়
সাত জন্মেও তুমি শুধুই আমার-
মন সে বারে বারে ভাঙবেই
আবার নতুন কেউ আসবেই
পুরনো আঘাতের মলম হয়ে
হয়তো থেকে যাবে চিরতরে
~এস. হাজরা-
শুভ জন্মদিন প্রিয় বন্ধু
( গৌরি দাস )
প্রথম কে সবাই রাখে মনে
হয়তো পাব না ঠাঁই ওই মনে
তাইতো বন্ধু এলাম আমি
তোমার জন্মদিনের বিদায় ক্ষণে
পরিচয় আজ বছর তিনে
বন্ধু হয়ে থাকবো ঋনে
মজা ঠাট্টা মান-অভিমান থাকে
বন্ধুত্বের এই জীবন চলার পথে
সময়ের পরিহাসে হয়তো ভুলে যাব
নয়তো ভুলে যাবে কিংবা থেকে যাবে
বন্ধুত্বের আসোনে এই হৃদয় চিলেকোঠায়
জীবন কখনো হয়না শুধুই সুখের
দুঃখ ও যে থাকে সুখের পাশেই।
তোমার সুখে দুঃখে ব্যাথা বেদনায়
শুধু বন্ধু হয়েই না হয় থেকে গেলাম।
আজকের এই শুভ জন্মদিনের
বলবো আমি এই বিদায় ক্ষণে
বাবা মায়ের মুখ তুমি করো উজ্জ্বল
যারা দেখিয়েছে তোমায় পৃথিবীর অালো।
ভগবানের কাছে করি আজি আবেদন
ভালো রাখুক তোমায় সারাটা জীবন।।।
ইতি
কোনো এক বন্ধু-
নারীতেই সৃষ্টি মোরা,
নারীতেই হই বিলীন।
নারীর কাছে তাইতো মোরা
জনমে জনমে থাকবো ঋণী।
© এস.হাজরা।-
আসলে তোমাকে ঠিক দোষ দেওয়া যায় না জানো তো!
আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের স্থায়িত্ব বেশি দিনের নয়, এক মাস দুমাস ওই বড়জোর চার পাঁচ মাস, এই পাঁচ মাসে নিজের অজান্তেই কেমন যেন সংসার পাতিয়ে ফেলো তুমি
ফোনের ওপর তার নামটা দেখলে গাল ভর্তি হাসি !গল্প করতে করতে হয়ে যাওয়া সকাল !
ঘুম থেকে উঠে ফোন হালটিয়ে দেখা তার প্রথম ম্যাসেজ
জানান দেয় অভ্যাস বদলাচ্ছে ! অভ্যাস নয় বদঅভ্যাসই বটে!
তুমি নিজেও জানো একটু একটু করে দুর্বল হচ্ছ তুমি! একটু একটু করে স্বপ্ন দেখছো
তারপর তুমি সবে ভাবতে শুরু করেছো তোমাদের কিছু হতে পারে কিনা....
তখনি এই মানুষ টার অস্তিত্ব শেষ!
প্রতিদিন কথা বলা এই মানুষটি অচেনা হয়ে যাবে! যে নাম্বারটি থেকে একাধিকবার মিসকল আসত, সেখান থেকে আর ভুলেও ফোন আসবেনা!
তুমি দূর থেকেই দেখবে সে ভালোই আছে
শুধু তোমায় আর তার মনে পড়ছে না
কি অদ্ভুত ভাবে সবটাই বন্ধ হয়ে গেছে!
[ জানি ভুলে যাওয়া কষ্ট ভীষণ, তবু চেষ্টা করো খেলার ছলে! মন বলে কষ্ট, আর বাস্তব একে অভিজ্ঞতা বলে]
(বং untold) @souvik maji✍️✍️-
হাতে হাত রেখে দিলেই যেমন
হয়না পূরণ সকল প্রতিশ্রুতি।
সম্মান বিশ্বাস ভালোবাসা
থাকলেই সম্পর্কে হয় সুন্দর ইতি।
©এস.হাজরা-
মঞ্চের ওপরে চলছে প্রজাতন্ত্র
দিবস এ মন্ত্রীর বক্তৃতা।
আর মঞ্চের পেছনে নেতাদের
প্রজা বিরোধী ষড়যন্ত্র।
✍এস.হাজরা-
প্রিয়
নেতাজি,
তুমি থেকো
আমাদের মাঝে
হৃদয় মনিকোঠায়
চিরদিনের অমর হয়ে
শ্রেষ্ঠ ভগবানের আসনে।
আজি তোমার আবির্ভাব দিবসে
তোমারে জানাই সহস্রকোটি প্রণাম শ্রদ্ধা।
✍এস.হাজরা-