জুঁই ভট্টাচার্য  
27 Followers · 2 Following

Joined 21 January 2019


Joined 21 January 2019

বন্ধুতা

বন্ধুতা সাগর আজ হারিয়েছে নাব্যতা
বন্ধু জাহাজ তাই মন বন্দরে ভিড়ে না
পানসি নাও খানিক হিল্লোল তোলে বটে
তবু, শুক্তিবুকের মুক্তোরে পায় না।।

-



ভালোবাসা ফুরোলে সে বাসা ভাল নয়
ভাঙা হাড় জোড়ে তবু ভাঙা মন কভু নয়।।

-



শিশু আর পশু ভালোবাসাটা বোঝে।
কিন্তু,
দূর্ভাগ্যজনকভাবে অভিনয়টা বোঝে না।।

-



শান্তির একা ঘরে ভয় করে না, ভিড়ে হারানোর বড় ভয়।

-



উথাল পাথাল ঢেউ
পানসি নাও ভাসিয়ে দিক
মনের মতো কেউ...

বেলা শেষের বেলাভূমি
হাজার ক্ষত আঁকা
শূন্য আসন আগলে বসে
নীরব চেয়ে থাকা।

দূরের ঐ আকাশ নীলে
ব্যথার মেঘও ক্লান্ত
ভালোবাসার বারিষ ফোঁটায়
সমুদ্র হোক শান্ত।

-



#বৃষ্টি

আকাশ জুড়ে মেঘের খেলা ভেজার আশায় মন
ভিজব আমি ভিজবে ভূমি ভিজবে বন্ধুজন।
আসবে কবে অপেক্ষাতে গুণছি দিবস-যামী
জানি, তুমি সৃষ্টি মাঝে হীরের চেয়েও দামি।
নেমে এস তপ্ত বুকে তৃষার আগুন শান্ত
বাতায়ন পরে বসে বসে হয়েছি বড়ই ক্লান্ত।
উদাস নয়ন খোঁজে তোমায় মেঘ পরীদের মাঝে
বৃষ্টি তুমি আসবে কখন সকাল, নাকি সাঁঝে?

-



বিরহিণী

ডুবন্ত রবি সাগরে আঁকে চুম্বন
লজ্জারাগ দিগন্তে জাল বোনে
নোনা স্রোতে মৃদু বাতাসের হিল্লোল,
তোমার স্মৃতি নিশ্চুপ অভিমানে।
শ্রান্ত আমি অপেক্ষায় বসে একা
প্রস্তর ’পরে, আনমনা চেয়ে রই
আবেশ জড়ানো ক্ষণটুকু ছুঁয়ে মন
দীঘল আঁখি সাগর হল বুঝি ঐ।

-



গোধূলিতে ঘনপ্রেম বিছায়েছে জাল
তরণী আননে রাঙা সোহাগের পাল..

-



আকাশের মুখ ভার মেঘ অভিমানী
নতুন প্রাণ আশে সিক্তা মেদিনী

-



১৪২৮
নতুন বছরের সংখ্যা বলে
দ্বিগুণ হোক হর্ষ
মারণ ব্যাধি মানুক হার
জয়ী হোক নববর্ষ।
কাটিয়ে মনের আঁধার যত
ঘুচিয়ে অবসাদ
নতুন সকাল পূর্ণ করুক
মনের যত সাধ।

-


Fetching জুঁই ভট্টাচার্য Quotes