শিশির ভেজা নরম ঘাসে
কাশ ফুলেরই গন্ধ ভাসে,
হালকা ভেজা শিউলি ফুলে
সারাবাংলা উথলে ওঠে,
স্নিগ্ধ শীতল হালকা হওয়ায় আগমনীর গানে
সুদূর যেন ঢাকের বোলে মুখরিত সেই সুরে,
সুদূর হলেও নিজের কাছে মায়ের মুখ ভাসে
তাইতো বলি মা আসছে ,মা আসছে ।।
-সুইটি নাগ-
শিশির স্নিগ্ধ আগমনীর এই গান
জাগরিত হোক আমাদের এই প্রাণ,
ঊষাকালে বীরেন্দ্রবাণী লয়ে
সিক্ত হৃদয় শুভ্র শিউলি ঘ্রাণে,
ধরায় বহে মাতৃস্নেহের ধারা
'মা' কর্তৃক অসুর নিধন পালা,
মহামারী এবার নিশ্চয়ই যাবে কেটে
সেই আকুতি মায়ের কাছে রেখে ।।
- জয়দীপ নাগ
-
Even if we can't live together, Atleast we live under same sky forever
-
The sun goes down, it doesn't mean that everything is over, the next day the sun rises again and a beautiful day begins.
Likewise, the bad times in our lives do not mean that life is over, there is a beautiful future ahead,
That's true...-
যেই আয়না তোমায় বাঞ্ছনা করে বলে, কুৎসিত
ধরে নাও সেই আয়না মিথ্যে।
যেই জনসমাজ তোমায় বাঞ্ছনা করে বলে তুমি অযোগ্য
ধরে নাও সেই সমাজ মিথ্যে।
তারা জানেনা পৃথিবীর কোন সৌন্দর্যই চিরস্থায়ী নয়।।-
প্রশ্নোত্তর
তোমাদের হাজার প্রশ্নের ভীড়ে হারিয়ে যায় আমার উত্তরগুলো হঠাৎ,
কল্পনাতীত প্রশ্নের মুখোমুখি পরীক্ষার্থী হতে হয় আমায় বারবার,
হাজার অভিযোগের আঙুলের ভীড়ে থমকে যায় আমার তাৎক্ষণিক উত্তরগুলো,
হারিয়ে যায় এলোমেলো দমকা হাওয়ার মতো,,
সমাজের এই প্রশ্ন-উত্তরের কলহের শিকার আজ মানুষ, তারা হারিয়ে যাচ্ছে জীবন নামক ধাঁধায়।।-
I Thought,
Why can't girls go out at night without men, for fear of men ??-
“Happiness is the meaning and the purpose of life, the whole aim and end of human existence.”
-Darius Foroux
I think we have to look at that quote from a different angle. Because when you read it, you think that happiness is the main goal. And that’s kind of what the quote says as well.
-
মানিয়ে নিতে নিতে আমি আজ অভ্যস্ত,
একঘেয়েমি জীবনে আমি আজ ক্লান্ত,
তবুও বিশ্বাস ছাড়িনি,
হয়তো কেউ আছে আমাকে আমার মতো করে বুঝে নেবার।।।-
I admit that everything is temporary, but it is impossible to relinquish the memories spent in the walk of life with every phase of life.
-