জীবন পথের পথিকৃৎ   (একলা পথিক)
83 Followers · 31 Following

Joined 18 April 2020


Joined 18 April 2020

সম্প্রীতি-র হোক প্রতিষ্ঠা পুনর্বার
সাম্প্রদায়িকতা-কে হারিয়ে

সকল মানব হৃদয় আবারও আজ
হোক আবদ্ধ অটুট এ বন্ধনে

পুর্নজন্ম নাও হে বিশ্বকবি এসো ফিরে আবারও
হিংসা ও হানাহানি মুখর এই সমাজে

প্রতিহত করো তাদের অসৎ উদ্দেশ্য
যারা প্রতিনিয়ত রুটি সেঁকে সমাজের তপ্ত আঁচে

-



স্মৃতির ভারে ভারাক্রান্ত হবেই হৃদয়াধার

নতুনের জয়যাত্রা সূচিত হোক পুনর্বার
পুরাতন যাবতীয় কিছু যাক ঝরে যাক

নতুন রুপে আবির্ভূত হোক এ পৃথিবী
হোক চির নির্বাসিত বিবর্ণ স্মৃতিগুলি

দুঃখের ভারে হয়োনা কখনো দুঃখী
তোমার অশ্রু জলে লিখিত হোক ধূসর পান্ডুলিপি

-



হে ভারতমাতা,
তোমাকে জানাই প্রনাম করজোড়ে

সৌভাগ্য আমার জন্ম
নিয়েছি তোমার মাতৃক্রোড়ে

তোমার শৃঙ্খলমুক্তির দিন আজ
স্মৃতিরাঙা শহীদের আত্মবলিদানে

তবুও এই আনন্দের দিনে যৎকিঞ্চিৎ
দুঃখের পরশ জেগে থাকে হৃদয়ে

তোমার শৃঙ্খলমোচন যাদের আত্মত্যাগে
বিস্মৃত তারা আজ বিলুপ্ত নব যৌবন্হৃদে

স্বাধীনতা দিবস শুধুই সীমাবদ্ধ আজ
দেশভক্তির গান, জাতীয় ছুটি আর মদ-মাংসের মজলিসে।

--একলা পথিক



-



জানাই প্রনাম করজোড়ে

সৌভাগ্য আমার জন্ম
নিয়েছি তোমার মাতৃক্রোড়ে

তোমার শৃঙ্খলমুক্তির দিন আজ
স্মৃতিরাঙা শহীদের আত্মবলিদানে

তবুও এই আনন্দের দিনে যৎকিঞ্চিৎ
দুঃখের পরশ জেগে থাকে হৃদয়ে

তোমার শৃঙ্খলমোচন যাদের আত্মত্যাগে
বিস্মৃত তারা আজ বিলুপ্ত নব যৌবন্হৃদে

স্বাধীনতা দিবস শুধুই সীমাবদ্ধ আজ
দেশভক্তির গান, জাতীয় ছুটি আর মদ-মাংসের মজলিসে।

--একলা পথিক



-



বেকারত্বের পরাধীনতার কারাগারান্তরালে বন্দীবস্থায়
উদিয়মান স্বাধীনতার প্রভাতসুর্যের প্রতিক্ষা

-



ওগো হৃদার্ধিঙ্গিনী

অধিষ্ঠিত হও মোর
হৃদান্ধাকারাঞ্চলের গোপন প্রকোষ্ঠান্দর মাঝে

মোদের হৃদাস্পন্দন স্পন্দিত হোক সমছন্দে

-



মোর প্রতিক্ষায় পুষ্পস্তবক হাতে
তুমি দাঁড়িয়ে জীবন পথের ধারে

আমি তখন কর্মের অন্বেষনে দূরে
যাচ্ছি এই পোড়া বঙ্গদেশ ছেড়ে

পকেটে নেই পাঁচ লাখ তাই হলোনা
শেষে স্কুল মাষ্টারমশাই এর চাকরি

বঙ্গদেশের আন্তর্জাতিক চপশিল্প খানি
তোমার বাপের তাতে ছিল ঘোর আপত্তি

তাই বুঝি দিতেই হল ভিন রাজ্যে পাড়ি
পিঠে ডিগ্রীর বোঝা নিয়ে হলাম পরিযায়ী

-



পিসি,
পশ্চিমবঙ্গে থাকাকালীন সময়ে যা খুশি হিন্দি, ইংলিশ বলেছেন ঠিক আছে। ২৪শে বরাবরের মতো দিল্লি যাওয়ার পর এরকম হিন্দি ইংলিশ বলবেন না দয়া করে। শুনে অদ্ভুত অনুভূতি হয় শরীরের মধ্যে।

-



হে বিষ্ণুমাতা,
তোমার তেজে তপ্ত আজ বঙ্গদেশের মাটি
সেই আঁচেতে চপ ভেজে বঙ্গবাসি চপ শিল্পপতি

করজোড়ে নিবেদনে তাই শঙ্কিত সমগ্র ত্রিপুরাবাসি
দোহাই তোমার এই শান্ত রাজ্যে আর কোরোনা তার পুনরাবৃত্তি....

-



হৃদয় জুড়ে অনেক ক্ষত
জন্ম মোর আন্দোলন লগ্নে

পর্যদুস্থ কত রথী মহারথী
পদদলিত মোর চপ্পলের নিচে

তবে যে ক্ষত পেলাম সদ্য
ভিন রাজ্য জয় করতে গিয়ে

ত্রিপুরেশ্বরী স্বাক্ষী থেকো তুমি
ঘাসফুল রোপণ করবোই আসন্ন ২৪শে

-


Fetching জীবন পথের পথিকৃৎ Quotes