কতো সম্মান ছিলো
অনুসন্ধানে গবেষণায় দেখি বড়ো ঠকবাজ!
সুযোগসন্ধানী আচরনে গগন-চুম্বী স্বপ্ন দ্রষ্টা,
দেখিয়ে লোভ সামলাতে পারে নিজের অবস্থান। বুকে টেনে নিয়ে পিছনে থেকে আঘাত করে মুখে অভিনন্দন প্রকাশ করে.....-
মনে যা আসে নিজের মতো করে লিখে যাই....
মুক্তির অপেক্ষায় দাঁড়িয়ে আছি!
জীবনের রহস্য খুঁজে বেড়াতে বেড়াতে ক্লান্ত এখন.....-
দিন শেষে নিজেকে টিকিয়ে রাখতে ব্যাস্ত এই মায়াবী পৃথিবীতে একাই ছুটে চলি অবিরত......
-
আর কতো পরীক্ষা হবে?
জীবনের রহস্য বড়োই আজিব
গোলেমালে থমকে গেছে জীবন.......-
নিঃসঙ্গতার আঁধারে আটকে গেছি!
এক একটা স্বপ্ন দেখা যেন অপরাধ, নিয়মিত ছুটে চলি
অপ্রাপ্তির মাঝেই........-
নিঃশব্দে চোখের জলে ভেসে ওঠে হৃদয়ে সুখের অনুভূতি নেই শুধুই বেঁচে থাকার লড়াইয়ে এগিয়ে যাওয়া!
অনেক বাঁধা নিয়মিত তৈরী হচ্ছে....-
নিঃশব্দে চোখের জলে ভেসে ওঠে হৃদয়ে সুখের অনুভূতি নেই শুধুই বেঁচে থাকার লড়াইয়ে এগিয়ে যাওয়া!
অনেক বাঁধা নিয়মিত তৈরী হচ্ছে....-
অনেকেই স্বপ্ন দেখায়,পথ দেখায়না!
এই পথের সন্ধানে নিরবিচ্ছিন্ন ছুটে চলি দিগন্ত জুড়ে হাহাকারের প্রতিধ্বনি শুনি দিনরাত্রি।
তবুও জীবনের জন্য ছুটে চলি অবিরত.....-
রাতের আকাশে তাঁরারা পৃথিবীকে সুন্দরের সমারোহ সমৃদ্ধ করে।
অনেকেই এই সময়ে জীবন-ধারনের জন্য ছুটে চলে কেউবা আবার উপভোগ করে সেই সৌন্দর্য........
-
There was no answer!
Arrange regularly on the way back, even if you never get back in time.
Don't let the water glisten in the corner of your eye, forget the happiness in the water in your eye.
Suddenly you said that day, I couldn't say how much I love you, that's why I couldn't answer.
Let's find the secret of life, still looking for the answer to the question of that day .......-