Jhumpa Kabiraj  
124 Followers · 19 Following

read more
Joined 2 June 2020


read more
Joined 2 June 2020
16 FEB AT 22:09

সেনাপতির হাতে মাস্তুল

তুমি ভাবছো না থাক, খারাপ লাগতে পারে বলবো না কিছু আর
আঘাত পেয়েও নিজে সংযত থেকে, সয়ে গেলে এমনই অনেকবার
তুমি ভাবলে যে যায় বলুক, থাকবে তবু না শোনার-ই মতো
তোমার নীরবতাই একসময় যন্ত্রণা দিয়ে বাড়িয়ে দেবে নরম ক্ষত।
ভাবনা গুলো হার মানবে যখন বাস্তবতার কাছে এসে
তখন তুমি ক্লান্ত হয়ে ,দিন কুড়োবে রাতের শেষে।
মনের ওপর আসবে নেমে কালবৈশাখী উথাল-পাথাল
দ্বন্দ্ব গুলো আবিষ্কার করবে নতুন এক চক্রব্যূহ জাল
তুমি ভাববে, আর বুঝি পথ নেই কোনো হারিয়ে যাওয়া ছাড়া
এভাবেই এখন ভাগ্যের হাতে আমাদের বাঁচা - মরা।
এরই মধ্যে হঠাৎ যদি সত্যি গুলো ফুঁসলে ওঠে আগুন হয়ে
চোখের জল নয়, সেই সম্মুখে দাঁড়াতে হবে যুক্তি নিয়ে ।
বলে রাখা ভালো, আলোর পিছে অন্ধকারও থাকে ঘন কালো রঙের
একেক-জনা একেক রকম, মানসিকতাও নানা ধরনের
রাত ফুরোলে তবেই দিন আসে,তর্ক করে লাভ তো কিছুই নেই
তাই যার জীবন তাকে তো ধরতে হবেই নিজের হাতে খেই ।।

-


16 FEB AT 17:58

তোমাকে ভালোবাসি এমন আস্পর্ধা আমি করিনা
তবে আঘাত করার মতো দুঃসাহসই বা রাখি কেমনে
চোখ মেলে তাকালেই তো সব পড়ে নেওয়া যায়না
হৃদয়ের গভীরতাও জানতে হয় নীরবে,অতি গোপনে !!


-


15 DEC 2023 AT 0:02

তোমার ও আমার উপপাদ্য

তোমার ভালোলাগে সমুদ্র সফেন
আমি ভালোবাসি কালো দীঘি
তুমি চাও আকাশ ছুঁতে, শিখরের চূড়ায়
রাখতে পা
আমার একান্ত নির্জন বনভূমি,চারিদিকে
সবুজ ছমছম গা।

তোমার হৃদয়ের কালবৈশাখী যখন, ঝাপটা দেয় নরম মনে
আমার একূলেও দারুন বাদল, নতুন সবুজের সূচনা আনে

তোমার আকাশের নীল রং প্রিয়
আমি পৃথিবী বুনি আপন খেয়ালে
তুমি গাঁথো কবিতার মালা, অনন্ত অনুভূতির প্রসবনে
আমার কথারা ডুব দেয় অজানা কোনো নোনা প্লাবণে
তুমি প্রেমিক চিরদিনের, তাই ব্যথায় টনটনে বুক
আমি যে বাঁচি ওই ব্যথাতেই,এটুকুই মোর সুখ ।।

-


27 NOV 2023 AT 7:17

নদী ! এই ঘর বন্দী বিকেলগুলো যদি উপহার দিই তোমাকে নেবে ?
আমার লুকোচুরি খেলা,পুতুল খেলা,গল্প করতে করতে কৈশোরের রাঙা সূর্যের অস্ত যাওয়া গোধূলি, ক্লান্তি মেখে পাখির মতো নীড়ে ফিরে আসা সন্ধ্যে শেষ হয়ে গেছে, তাই এই জীর্ণ,শুষ্ক,কাঠখোট্টা বিকেল তুমি
সুদূরে ভাসিয়ে নিয়ে যাবে?
আকাশ! আমার দম বন্ধকর ঘুম না হওয়া প্রহর গুলো আজ থেকে তোমার
আর কিই বা দিতে পারি বলো ?
স্বপ্ন দেখে খিলখিলিয়ে হাসা,অঙ্ক কষতে বসে ঢুলে পড়া বইয়ের কোলে, রাত জেগে সাদাকালো টেলিভিশনে সিনেমা দেখা আর মায়ের বকুনি খাওয়া। নাহ সেসব সময় এখন দীর্ঘশ্বাস,দুশ্চিন্তা,মোবাইলের স্ক্রিন মাথার সব রক্ত শুষে নেয়, চোখ দুটো আগুনের মতো দাও দাও করে জ্বলে, নোনা জলেও শান্ত হয়না শরীর,অগোছালো একটা সকাল আবার হতাশা নিয়ে আসে।
আমাদের ছাদ বাগানের যে চন্দ্রমল্লিকাটায় ফুল এলোইনা বসন্ত তুমি নিয়ে যাবে ও কে ?
আমি বড় বিষণ্ণ পরিচর্যা করতে মন চায়না কিন্তু নিষ্ঠুর হতে পারিনা বলে রোজ জল দিই।
এভাবে কি বাঁচিয়ে রাখা যায় বলো !


-


2 NOV 2023 AT 15:44

জীবনে সেই মানুষগুলোকে অন্তত গুরুত্ব দেওয়া দরকার। যে আমাদেরই অজানা ভালো গুন গুলোকে দেখতে পাই আর বার বার বোঝায় আমরা একেবারে মূল্যহীন নই বরং আমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারুর কাছে খুব সীমিত কিংবা অদৃশ্য ।

-


18 AUG 2023 AT 16:28

ক্রমশ গতিপথে মন্থর ক্লান্তি, কাঙ্খিত স্বপ্নে ঝিমোচ্ছে রোজ
এই ব্যকুলতাই যে যথেষ্ট শাস্তি,সব অকৃত্রিম সৌন্দর্য্যই একদিন হয় নিখোঁজ।

-


24 JUL 2023 AT 15:31

তুমি ভাবছো থাকবে তারা
মন কেমনের দিনে
ব্যর্থ হলেও হাসতে পারো
ভাবনায় বদল এনে।

-


9 JUN 2023 AT 7:08

আমাদের সময় ক্ষয়ে যায়,চুন খসে দেওয়ালে
আঁকড়ে নিই জীবনের কোলাহল,মন কে করি শান্ত
আমরা ভাত খায় দু-বেলা,স্মৃতি গিলবো তা কে জানত ?
আমরা ভালো নেই,কিন্তু ভালো থাকতে যে চায় এই অকালে।

-


31 MAY 2023 AT 22:56

কথার জবাব দিচ্ছ কথায়
তাই পরিবর্তন ষোলোয়ানা
যখন তুমি নীরব ছিলে
করতো না কেউ পরোয়ানা

-


7 MAY 2023 AT 15:56

শক্ত হলেও জিভের ডগা
চোখ জুড়িয়ে দুঃখ করি
অমন আঘাত দিতে কি চাই
যে ব্যথাতে নিজেই মরি !

-


Fetching Jhumpa Kabiraj Quotes