MOM TO BE..
যতো খুশি আদর যত্ন ও বিশ্রাম নিয়ে নাও।
পরে আর খাওয়ার সময় পাবেনা।।
BCZ HE/SHE IS COMING 😛😛
✍️ লেখনী-
আমি কারোর জীবন যাত্রায় ".বা । " দিই না
কারন আমি জানি যে কেউ যদি আমার জীবনে "।" টানে তো আমার কেমন লাগবে।।
কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি
ঐ " । ,." হীন মানুষটি আমাকে দিনের পর দিন " ! " এর মধ্যে রেখে দেয় ।।
✍️লেখনী-
আমার কাছে একমাত্র দামি বলতে তারা❤️
ভিষন খারাপ এই "আমি"টাকে আগলে রাখে যারা🥰
✍️ লেখনী
-
তারা আকাশ হতে পারেনি
কারন
মানুষ ভালো হলেই যে 'তার'
ভাগ্য ভালো হবে এমন তো নয়।।
✍️ লেখনী-
যেখানে মন খারাপ মূল্য হীন।
সেখানে কান্না ভিত্তি হীন।।
✍️ লেখনী-
মিছে অন্যকে দোষ দিয়ে লাভ কি বল ।?
এ সবই তো আমার ভুলের ফল।।
✍️ লেখনী-
"বুঝলে প্রিয়"
আসার পথে স্টেশন গুলো একটু ভালো করে গুনে নিও।
"তারে" ভালোবেসে ঠিক কতদূর গিয়েছিলে তা বুঝে নিও।।
লেখনী --
বিয়ের পর মেয়েদের নাকি স্বামীর বাড়ি সব হতেহয়।
কিন্তু ছেলেদের বউ এর বাড়ি সব হয়না কেন??
বউ মা তার শশুর শাশুড়ির যত্ন নেবে।
ছেলে কেন তার শশুর শাশুড়ির যত্ন নিতে বিরত থাকবে ??
কেন....??-