যতটা গুছিয়ে এগিয়ে যাই ,
ততটাই অগোছালো ভাবে ফিরে আসি । এটাই জীবন ,
জানিনা কোনটা সঠিক আর
কোনটা মিথ্যে প্রতিশ্রুতি ।-
গান' বড়ই অদ্ভুত
মনে করিয়ে দেয় তার' কথা ।
কাল যেগুলি ছিল প্রিয় গান ,
আজ সেটাই মিথ্যে প্রতিশ্রুতির গাঁথা ।।-
আমি কখনোই তার কাছে আর যাব না ।
তোমার কাছেও নিজেকে
গুছিয়ে রাখতে অপারক' আমি ।
না তার মনে থাকি
নাহি তোমাকে আঁকড়াই।
এযেন ভালোলাগা আর ভালোবাসার লড়াই ,
নীরব প্রেমিকা আমি
এগিয়ে যাব ভাবলেও থমকে দাঁড়াই ।-
I felt that the time is very short
and it runs like a horse.
Also I realise how much
I love those Words
"This Eyes Draws me".-
অনেকক্ষণ চুপ করে থাকার পর
সর্বপ্রথম যে অশ্রুবিন্দু গাল বেয়ে গড়ায় ,
নিঃশব্দে হলেও অনেক কথা বলে যায় ।
The first teardrop comes after being Quite for a so long ... Speak So many Words in Silence-
প্রতিটি মানুষ রহস্যে ঘেরা ।
যতটা সে প্রকাশ করে
আমরা ততটাই জানি। আর ,
অজানার পরিমানটা সবসময়ই বেশি ।-
হারানো অথবা পাওয়ার
ভয় তো ব্যবসায়ে আসে কিন্তু
আমি তো প্রেমের জোয়ারে ভেসেছি
কতদূর যাব , কতটা পাবো জানি না !
হ্যাঁ আমি ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যেই
বেশ কিছু সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি
আর সেটাই আমার জন্য যথেষ্ট ।-
Marriage is a part of Our life
And Divorce is a part of marriage.
Divorced is absolutely okay .
But the thing is not fine is Your sadness - Value Yourself.-
If You hope that Your partner will treat You like a King or Queen .
For that You have to treat them like that then You can expect from him or her .-
In every Relationship argument it's not about You vs him or her . It's
both of You vs. the argument .
Remember It .-