দুটি হৃদস্পন্দন একটি গতি।
চোখ জোড়া ঝাপসা যখন -
তোমার ঠোটে ঠোটৈর আর্জি
স্বপ্নগুলোর দিগন্ত ভরন।।।
উষ্ণ ঠোঁটের সিক্ত ছোঁয়ায়,
যেনো অকাল বসন্তের বৃষ্টি..
তোমার আমার অস্তিত্ব দিয়ে,,
হোক নতুন সম্পর্কের সৃষ্টি।।
কিছু সম্পর্ক অভিনয়সম
কথায় ভুলিয়ে রাখতে চায়....
কিছু সম্পর্কে মনের টান
দূর থেকেও অনুভূতি পায়।।।❤️-
পুরনো "আমি"তেই খুশি আমি
নতুন "আমি" যে অনেক পর,,
আমিও আজ পুরন বটে,
অনেকের কাছেই বিরক্তিকর।🖤-
সন্ধ্যে থেকেই মেঘলা আকাশ
মধ্য-রাতে ঝগড়া ভীষণ।
হটাৎ করেই বাক্স বদল,
সকাল হতে অস্থির মন...
ভেজা চুল,ছোঁয়ার অভ্যেস
মেঝেতে পরে,জমা সব ক্লেশ
বাড়ছে কেবল হৃদ-স্পন্দন,,,
মাঝখানে অগাধ দুরত্ব বেশ।।-
আমার অনেক দোষ ছিল বলে?
চারিদিকে শুধুই দেখি অভিযোগের দাবানল!
আমি বরং একাই থাকি,
বন্ধ ঘরে চুপটি করে বসে।
তবে আসবো ঠিক ডাক পাঠালে,,
শুনিয়ে দিস যা শোনানোর রোষে।।
আমি বড়ো নাকগলানে; বড্ড কথা বলি,
আমি বড়ো জটিল মনের; যাসব বাজে ভাবি
আমার আমিকে চিরদিন শুধু কান্নায় খুঁজে পাই,,,
কিন্তু;
আমার আমিকে বোধহয় এক
আমিই ,মন থেকে এক মানুষ রূপে পাই।-
রাগে-অনুরাগে, -ই
তুমি সুন্দর ভীষণ
প্রণয়যোগে তুমি রূপসী আরও মোর,
বাসনায় তুমি সেজে ওঠ সেভাবে
কামলোক তুমি রাঙাও যেভাবে!
-এখনও কি বুঝেছ
তুমি কতটা দামী?
নাকি বিরাগবেদনার মুখোশে
তুমি আজও অভিমানি?-
কৃষ্ণের প্রেমে ছিল রাধা, আর আমার প্রেম বলতে একটাই নাম আঁদা, বুঝলে আঁদা, ভালোবাসা বড়ো কঠিন জিনিস,প্রেমটাই বরং বেশ!ভাগ্যে থাকলে, না হয় তুমি সত্যি হবে আমার,আর আমি হব তোমার বোমকেশ। শুধুই তোমার বোমকেশ।🖤
-
জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্তবাসনা গুলি যদি হঠাৎ ঘুম ভেঙ্গে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায়,
সে ও কি একজন নিম্নমধ্যবিত্ত মানুষ হিসেবে অন্যায়ে শামিল হবে??
নাকি সেটা হবে
বিত্তশালী হয়ে উঠার ধৃষ্টতা।।।।
-
টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না,
কিন্তু টাকা না থাকলে কেউ ভালোবাসে না ৷
টাকা দিয়ে বন্ধু কেনা যায় না,
কিন্তু টাকা না থাকলে কেউ বন্ধু হয় না ৷
টাকা দিয়ে সুখ কেনা যায় না,
কিন্তু টাকা না থাকলে দুঃখের সাথে সমঝোতা করে বাঁচতে হয় ৷
টাকা দিয়ে অমর হওয়া যায় না,
কিন্তু টাকা না থাকলে বিনাচিকিৎসায় মরতে হয় ৷
টাকা দিয়ে ক্ষুধা কেনা যায় না,
কিন্তু টাকা না থাকলে ভুখা মরতে হয় ।
টাকা দিয়ে রাতের ঘুম কেনা যায় না,
কিন্তু টাকা না থাকলে দুশ্চিন্তায় ঘুম আসে না ।
টাকা দিয়ে জগৎ জয় করা যায় না,
কিন্তু টাকা না থাকলে আত্ম নির্ভরশীল হওয়া যায় না।-
কবিতা লিখি, কবিতা বুঝি, তবে আমি কব্যিক নই,
ভালোবাসি, ভালোবাসাকে বুঝি, তবে আমি প্ৰেমিক নই৷৷
দেখি তারে, দেখি সবে, তবে আমি দার্শনিক নই, বুঝি তারে, বুঝি সবারে, তবে আমি বোঝদার নই।।-
এভাবেই নিয়ম করে, করি জীবন যাপন,
সুখ আসলে খুব দূরের, দুঃখটাই যে আপন।
সুখ দুঃখের জীবন খেলায়___
পাল্লা ভারি কার?
একটা বেশি ভারী হলে
জীবন বওয়া ভার।।।
কল্পনা আর বাস্তবের
লেগে আছে সেই দ্বন্দ্ব,
কে ভালো আর কে যে খারাপ
ভাবাটা ভীষণ ধন্দ।
অনেক ভেবে পেলুম যেটা
সেটাই বলি তবে,
কল্পনারই লেজটা ধরে,
চলতে হবে বাস্তবে।-