হয়েছি যখন আমি তন্দ্রা হারা,
এক ডাকে তুমি দিয়েছো সারা..
ভেঙে পড়েছি ক্লান্ত হয়ে যেদিন,
বলেছিলে..."বাস্তব টা বড্ড কঠিন"..
একবার বকে, জড়িয়ে ধরেছো তুমি,
আগলে রেখেছ শত কষ্টের মাঝে।
তাই জগতের সকল আদর তোমার রূপে সাজে।।
যত্নে থেকো,সুস্থ থেকো,ছেড়ে যেও না,
ডাকবে যখন ছুটে আসবো,কথা দিচ্ছি মা..।।
🌼শুভ মাতৃ দিবস🌼
-
Much love to every YourQuot... read more
আগলে রাখতে হয়।
কষ্ট হলেও,রাখতে হয়।
যখন জানো,যে ভালোবাসো,
যখন জানো যে আবেগে ভাসো,
তখন আঁকড়ে ধরতে হয়।
না, এ তো কষ্ট নয়।
এ মরীচিকার বাঁধনে অনুভূতির আশ্রয়।
ঠিক যেমন দিনের শেষে পাখি ফিরে যায় ঘরে,
ঠিক যেমন মেঘের জালে সূর্য জড়িয়ে পড়ে,
ঠিক তেমন করেই, আঁকড়ে ধরো তাকে।
পরে যদি রাত বিরেতে কেঁদে ওঠে মন,
শূন্য হৃদয়ের এক কোণ থেকে মনে পড়বে সেই জন.....!-
One of the toughest parallels in life is seeing a loved one changing and remembering what they used to be..
-
Missing someone hurts.
But what hurts more is not being able to express how much you miss them..-
"We aren't afraid of anyone leaving our life..
We are just afraid of the CHANGE that will be created when they leave us"-
There is no other pain in the world that can match the pain of being misunderstood by your own parents..
-
It's a blessing to know that someone somewhere is loving you and making you smile even if you share a huge distance..💙
-