Jayanta Dhal   (জ..য়..ন্ত......।)
5 Followers · 2 Following

read more
Joined 21 October 2020


read more
Joined 21 October 2020
29 SEP 2023 AT 23:04

শুভ রাত্রি

আকাশের বুক চিরে নামছে আশনী
নির্বোধ প্রশ্নেরা তবুও উত্তরের আশায়,
আগমনীর বাতাসে ভাসে শিউলির গন্ধ
তিষ্ণার্ত চাতক আজও জলের অপেক্ষায়।

আলোর পৃথিবী আঁধারে ডুবেছে
লোকারণ্যে নীরব পথযাত্রী
স্বপ্নের আনাগোনা ঘুমের আবেশে
উপেক্ষিত শুভ রাত্রি✨ 🌚

-


24 SEP 2023 AT 1:39

মেঘের ভেতর লুকিয়ে থাকে
বৃষ্টি ফোঁটার শীতল ধারা,
আঁধার রাতে লুকিয়ে বেড়ায়
আকাশ মাঝে দুটি ভেজা তারা;

কল্পনায় সহস্র তারা স্বপ্ন দেখে
রক্তাক্ত শরীরে গভীর ক্ষত,
আবেগ হীন আত্মার সলিল সমাধিতে
পদ্মের জন্ম কত শত।।

-


15 SEP 2023 AT 2:40

আছড়ে পড়ে ঢেউ বুকের মাঝে
ভাবনা ও আবেগ মহাশূন্যে,
নীল আকাশে সীমাহীন আনন্দ
নোনাবালিতে আঁকা পদচিহ্নে।

-


13 SEP 2023 AT 1:32

শরতের শুভ্রতায় হাঁসছে
শহর
কাশ ফুলে আজ পূজার
গন্ধ,
নীল আকাশের আসমানী
রঙে
আঁধার ঘরে ফিরুক
ছন্দ।

-


29 JUL 2023 AT 21:36

বন্ধুর ঠিকানা হৃদয় মাঝে
হাসি কান্নার স্মৃতির ভীড়ে,
বন্ধুত্বের সম্পর্ক চিরঞ্জীবী
পৃথিবীর মাঝে সুখের নীড়ে;

বন্ধুর নামে হাজার আলো
কেটে যায় কত আঁধার মেঘ,
আড্ডার মাঝে অট্টহাসিতে
বাঁধ ভাঙা সহস্র আবেগ;

বন্ধু আছিস থাকবি তুই
মনের মাঝে এই অঙ্গিকার,
দিন প্রতিদিন তোরেই সাথে
আমি নিজেকে করি আবিষ্কার।

-


28 JUL 2023 AT 19:21

আবার দেখা হবে.....

তোর সাথে আর হয় না দেখা,
বলা হয়নি অনেক কথাই,
পায়ের বেড়ি ও অভিমানের দেওয়াল সব অশ্রুতে গড়া।
শূন্যে মনের কি আর বিয়োগের ভয়?
আকাশের বুকে উড়তেই সুখ,
বুকের মাঝে তীর বিদ্ধ হলেও
হাঁসি মাখা থাকে এক নীরব মুখ;
তোমাতে আমাতে দূরত্ব আলোকবর্ষ
প্রেমহীন আমার অস্তিত্বের সংকট,
ডাইরির পাতায় যত জল ছবি আঁকা
বিন্দুতে বিন্দুতে আজও প্রকট;
কাল্পনিক সংসারে সাজানো ঘর
উন্মুক্ত ছিল ভালোবাসায়,
অবিশ্রান্ত ঝড়বৃষ্টির বদল দিনে
সব কিছু এখন কাব্যময়;
দেখা হবে আবার চৌরাস্তায়
মনের মাঝে রইবে পিছুটান,
পায়ের বেড়ি গুলো শিকল হয়ে
প্রাচীর হবে অভিমান।

-


27 JUL 2023 AT 18:31

শ্মশান

চিরসত্যের মুখোমুখি হয়ে
বাকরুদ্ধ এক স্তব্দ লাশ,
জীবনের প্রতিক্ষন পুড়বে আগুনে
অস্তিত্বের সংগ্রামে শেষ নিশ্বাস;

নিশ্বাসের বিশ্বাসে বিশ্ব জয়
মান অভিমানের সম্পর্কে ইতি,
আত্মীয় সজন ক্রদনে রত
ফেলে যাওয়া শুধু একরাশ স্মৃতি;

কালের নিয়মে অসহায় বিধাতা
রিক্ত হস্তে ফিরে যাওয়া,
জীবন যাত্রার পথের বাঁকে
ভালোবাসা ও বন্ধুত্ব পরম পাওয়া;

দিনের শেষে ফিরে আসে পথিক
যেখানে তার প্রকৃত স্থান,
ছল চাতুরির আত্মার মুক্তিতে
জীবন ও মৃত্যুর মাঝে শ্মশান।

-


22 JUL 2023 AT 17:10

বিনিদ্র রজনীর আঁধার কেটেছে
জীবন ভেসেছে আলোর মেলায়
স্বপ্ন পেয়েছে আসমানী রঙ
আবেগ মাখা গোধূলি বেলায়।

-


22 JUL 2023 AT 17:07

মাঝে সমুদ্রের রতন মানিক
নোনা জলে কি সোভা কমে?
কয়লার মাঝে হীরের জন্ম
বাধায় কি আর মানুষ দমে!

-


22 JUL 2023 AT 17:06

সুন্দর সোনালী সন্ধ্যা নামে
জীবনে শুরু নব অধ্যায়
আমার আমিতে মত্ত আমি
ভালো রাখার ভালোবাসায়।

-


Fetching Jayanta Dhal Quotes