কষ্ট আমাদের তারাই দেয়,
যাদের আমরা অনুমতি দিয়ে থাকি
নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা
লাগলেই ক্ষমা চেয়ে নেয়।-
jagannath mandal
(Jagannath)
164 Followers · 67 Following
Unavailable
Joined 20 May 2019
27 MAR 2021 AT 23:34
24 OCT 2020 AT 14:34
ভালোবাসা খুব অদ্ভুত জিনিস।
ভালোবাসা কখনো হারায় না।
কখনো নষ্ট হয় না।
কোনো না কোনভাবে থেকেই যায়।
-
24 OCT 2020 AT 14:23
মেসেজ কেন ?
আমি তোমার হাতের লেখাখা চিঠিখানা চাই
ভুল বানান, বাঁকা অক্ষর,
কিচ্ছু ক্ষতি নাই ।-
7 JUL 2020 AT 18:59
যত ধীর গতিতেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না।
-