ও মেঘ, কেনো চলে যাও
দূরে, সীমানা ছাড়াও
যদি থমকে দাড়াও,
আমিও যাই আমাকে নাও...
আজও পথ চেয়ে রয়
জানি, আসবে না কেউ
তবু মানে না এ মন,
তুমি ছাড়া যাবো কোথায়...-
ভালোবাসার উপর বিশ্বাস হয়তো আজও আছে, কিন্তু মানুষ সেটা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে।
-
You are the one who first deserves your own love ,
There's plenty for others.
-
Don't strive for perfection.
Indeed, be yourself.
You're your best.
-❤️I❤️-
Hey,,,,
You're your own person...
No one can love you more than you can,
So stop relying on others...
Because no one can handle you better than you can.-
ভালোবেসে তাকে বেঁধে রাখতে চেয়ো না,
বাঁধনটা খুলে দেখো,
ভালোবাসার আসল পরিচয় পেয়ে যাবে....-
Agar tum usse sacha pyaar karti ho toh wo jaroor laut ke ayega....
Aur agar wo tumse sacha pyaar karta toh kabhi jaata hi nhi...
-
বর্তমানের নারী:
বাঁচবো আমরা স্বাধীনভাবে,
সত্যের পথে পা মিলিয়ে....
আপোশ নয় আর ভয়ের সাথে,
লড়তে হবে আপন বলেই....
অনেক বাধা আসবে পথে,
মেয়ে বলে সবাই দেবে পিছনে ঠেলে...
তখন তাদের বলবো জোরে,
ঐশী ঘোষও লড়ছে JNU তে...
আমরা নারী বর্তমানের,
সমান অধিকার দাও আমাদের...
চলার পথে একলা যখন,
ভয় পাবেনা,
সাথে আছে তো তোমার কমরেড।
-