Ipsa Dutta   (❤ঈপ্সা❤)
11 Followers · 2 Following

read more
Joined 24 August 2019


read more
Joined 24 August 2019
17 AUG 2022 AT 2:43

আমি হেরে গেলাম।।
আরো একবার হেরে গেলাম।।
জীবনে কখনো কাউকে খুশি করতে না পেরেছি না পারবো।।
সারাজীবন লোকের অসুবিধার কারণ হয়ে থাকতে থাকতে হাপিয়ে উঠেছি ।।

-


27 JAN 2021 AT 0:36

অচেনা মানুষের সাথে হটাৎ দেখা,,নাম টাও জানা ছিল না তখন।।
তারপর বন্ধুত্ব খুব ভালো বন্ধুত্বে পরিণত হলো।।
তারপর দুজনের অজান্তেই ভালোবাসা ।।
আর এখন তাকে ছাড়া জীবন কল্পনা করতে পারা যায় না।।।

❤️খুব ভালোবাসি প্রিয়❤️

-


29 AUG 2020 AT 15:33

বেঁচে থাকতে কদর কেই বা করে,,
মরে গেলেই হয়ত ভালোবাসা বাড়ে।।

-


7 AUG 2020 AT 0:05

সবচেয়ে কষ্ট তো তখন হয়ে
যখন কষ্টে থাকা সত্বেও
কষ্ট লুকিয়ে হাসতে হয়ে
🙂🙂🙂🙂🙂🙂🙂

-


10 JUL 2020 AT 22:51

যাদের কষ্টের কারণ তাদের পরিবার হয়,,
তাদের কে কষ্ট কী শেখাতে এসো না।।
তারা রোজ ভেতরে ভেতরে মরে,,
কিন্তু দেখার মত কেউ থাকে না।।

-


24 JUN 2020 AT 23:32

লোকে বলে মৃত্যু একবার হয়
আমি তো ভেতরে ভেতরে অনেকবার মরেছি।
সবসময় মুখে হাসি থাকে
কিন্তু জানিনা কবে মন থেকে হেসেছি।
💔💔💔💔💔💔💔💔💔💔

-


6 MAY 2020 AT 14:08

রূপ দেখে প্রেমে পরে
সেটাকে ভালোবাসার নাম দিচ্ছ??
রূপ তো ক্ষণিকের সঙ্গী
রূপ চলে গেলেও ভালোবাসতে পারবে তো??

-


25 MAR 2020 AT 1:00

যদি কোনো মেয়ে তোমায় সত্যি ভালোবাসে তাহলে সে তোমার কাছে কোনো দামী উপহার চাইবে না ।।
সে শুধু চাইবে তুমি তাকে অনেক ভালোবাসো ,, অনেক সময় দাও ,, তার কথা শোনো র সবশেষে সব বাধা পেরিয়ে তাকে বিয়ে করে তাকে তোমার বউ এর সম্মান দাও।।

-


25 MAR 2020 AT 0:42

এই ২১ দিন কষ্ট করে হলেও বাড়িতে থাকুন।।

ভিডিও কল করুন,বাড়ির লোকের সাথে সময় কাটান, ফোনে গল্প করুন, অনলাইন থাকুন, গেম খেলুন আরো অনেক কিছু আছে সেসব করুন ।।

অন্তত আমাদের স্বাস্থ্য রক্ষার্থে যারা দিনরাত কষ্ট করছে(ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মী) তাদের কথা ভেবে বাড়িতে থাকুন।।

-


25 MAR 2020 AT 0:38

দয়া করে সবাই বাড়িতে থাকুন,,সুস্থ থাকুন।।

এখন বাড়িতে থাকলে আগামী দিনে সবার সাথে থাকতে পারবেন।।

আর এখন বাইরে বেরোলে আগামী দিনে নিজেও বিপদে পরবেন আর অন্যকেও বিপদে ফেলবেন।।

তাই নিজের আর অন্যদের কথা চিন্তা করে বাড়িতে থাকুন।।

-


Fetching Ipsa Dutta Quotes