আমি হেরে গেলাম।।
আরো একবার হেরে গেলাম।।
জীবনে কখনো কাউকে খুশি করতে না পেরেছি না পারবো।।
সারাজীবন লোকের অসুবিধার কারণ হয়ে থাকতে থাকতে হাপিয়ে উঠেছি ।।
-
ভালো লাগে তাই লিখি
Nature lover
Music lover
dog lover
born on 15th july read more
অচেনা মানুষের সাথে হটাৎ দেখা,,নাম টাও জানা ছিল না তখন।।
তারপর বন্ধুত্ব খুব ভালো বন্ধুত্বে পরিণত হলো।।
তারপর দুজনের অজান্তেই ভালোবাসা ।।
আর এখন তাকে ছাড়া জীবন কল্পনা করতে পারা যায় না।।।
❤️খুব ভালোবাসি প্রিয়❤️-
সবচেয়ে কষ্ট তো তখন হয়ে
যখন কষ্টে থাকা সত্বেও
কষ্ট লুকিয়ে হাসতে হয়ে
🙂🙂🙂🙂🙂🙂🙂-
যাদের কষ্টের কারণ তাদের পরিবার হয়,,
তাদের কে কষ্ট কী শেখাতে এসো না।।
তারা রোজ ভেতরে ভেতরে মরে,,
কিন্তু দেখার মত কেউ থাকে না।।-
লোকে বলে মৃত্যু একবার হয়
আমি তো ভেতরে ভেতরে অনেকবার মরেছি।
সবসময় মুখে হাসি থাকে
কিন্তু জানিনা কবে মন থেকে হেসেছি।
💔💔💔💔💔💔💔💔💔💔-
রূপ দেখে প্রেমে পরে
সেটাকে ভালোবাসার নাম দিচ্ছ??
রূপ তো ক্ষণিকের সঙ্গী
রূপ চলে গেলেও ভালোবাসতে পারবে তো??-
যদি কোনো মেয়ে তোমায় সত্যি ভালোবাসে তাহলে সে তোমার কাছে কোনো দামী উপহার চাইবে না ।।
সে শুধু চাইবে তুমি তাকে অনেক ভালোবাসো ,, অনেক সময় দাও ,, তার কথা শোনো র সবশেষে সব বাধা পেরিয়ে তাকে বিয়ে করে তাকে তোমার বউ এর সম্মান দাও।।-
এই ২১ দিন কষ্ট করে হলেও বাড়িতে থাকুন।।
ভিডিও কল করুন,বাড়ির লোকের সাথে সময় কাটান, ফোনে গল্প করুন, অনলাইন থাকুন, গেম খেলুন আরো অনেক কিছু আছে সেসব করুন ।।
অন্তত আমাদের স্বাস্থ্য রক্ষার্থে যারা দিনরাত কষ্ট করছে(ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মী) তাদের কথা ভেবে বাড়িতে থাকুন।।-
দয়া করে সবাই বাড়িতে থাকুন,,সুস্থ থাকুন।।
এখন বাড়িতে থাকলে আগামী দিনে সবার সাথে থাকতে পারবেন।।
আর এখন বাইরে বেরোলে আগামী দিনে নিজেও বিপদে পরবেন আর অন্যকেও বিপদে ফেলবেন।।
তাই নিজের আর অন্যদের কথা চিন্তা করে বাড়িতে থাকুন।।
-