Even uniforms made us different.
-
এত অবহ্যালা সহ্য করেও টিকে থাকা কেই বলে বোকামি, আর সেই বোকামিই করে যাচ্ছি দিনের পর দিন।
-
You don't need to have superpowers to become a superhuman. In this world of negetive and toxic minded society, being an honest, wise person will also make you a superhuman.
-
Sometimes we have this urge to do everything for someone knowing that it may or may not benefit us. That's where love sees no reason.
-
কেউ তোমার শরীরের প্রতিটি ঘাঁ চিনে
ভালোবাসে বলে দাবি করে তোমায় নিয়ে চলে যায়,
আর কেউ তোমার মনের ইচ্ছে গুলো চিনে
সেটা পুরোন করার চেষ্টা করেও তোমার সান্নিধ্য পায় না।
শত শত শরীর দেখালেই
সেটা চিনে নেওয়া যায়
তবুও একটি মনকে
খোলা বইয়ের মতন রাখলেও
সমপূর্ন ভাবে চেনা ও বোঝা
সবার জন্যে সম্ভব নয়।-
তুই ওর কাছে এটা চাইতে পারিস,
এর কাছে ওটা চাইতে পারিস,
আর আমার কাছে সব চাইতে পারিস।
হাজার জনকে ফিরিয়ে দিলেও,
তোকে ফেরাতে পারবনা।
😇-
When I am putting
business into something
I listen to my brain
but when I am
putting emotion into something,
I listen to my heart. 😌-
Jealous ফিল করাটাকে যদি ভালোবাসা বলে,
তাহলে Jealous ফিল না করাটাকে বলে Trust।-