ইন্দ্রাণী~
-
শৈশবের দিন ছিল সবুজ গাছের ছায়ায় মাখা ,
শুভেচ্ছা ,স্নেহ, স্বপ্নে ঢাকা....
আজ তো জীবন হাওয়ায় উড়ছে ঝরা বিবর্ণ রঙে,
সুখস্মৃতি, মায়া মমত্ববোধ সব ভেসে গেছে সময়ের স্রোতে,
পৃথিবী পাল্টেছে? না চোখের দৃষ্টি ....
জানিনা,
সন্দেহ,প্রতিযোগিতা,কুক্ষিগত ক্ষমতার মরিয়া আভাস অন্ধকারের নাগপাশে....
তবে নিশ্চয় জানি অকারণে অনেক সময় দিয়েছি অন্য অন্য মানুষদের!!!
ইন্দ্রাণী~
-
ফাগুন শেষের নিঃস্বতা ,
চৈত্রের আগুন,
সহ্য হলে তবেই তো আসে
কালবৈশাখীর বর্ষন।।
ইন্দ্রাণী।।
-
প্রত্যাশা ছিল না
অপ্রত্যাশিত হঠাৎ এল,
গোপন ইচ্ছেগুলো স্বপ্নের মাঝে হল এলোমেলো -
আশৈশব সংস্কার অজান্তে শিকড় ছড়ায় মনের গহীনে
মেঘ করে এলে ঝড়ের পূর্বাভাস সন্ধ্যার নিয়নে!!!
ইন্দ্রাণী।।-
Many things change with time,
People, Roads,Feelings....
And sometimes we ourselves too!!!
-
Once I thought-
"Fine, no problem, its my fate."
But now I think-
"Let me be a bit thunderous !"
To accept the wrongs from an evil human is same as worshiping Satan!!!!-
শিক্ষিত হয়ে যদি ঠিক কে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে তাহলে বুঝতে হবে আপনার কোনো স্বার্থ আছে এবং আপনার সকল শিক্ষা মিথ্যা। আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়।
~ ইন্দ্রাণী।।-