জমে গেছে সে জল,
যে জল কখনও প্রাপ্য ছিল না।
জৌলুসভরা চক্ষুকে বল-
প্রেমে পড়া দুষ্প্রাপ্য ছিল না।-
[Hit Like only if you really like ...]
মৃত্যু এখন আপন আমার, দগ্ধ আমি রোজ।
শেষের পরেও আবার শুরু, তাই ইচ্ছেটা নিখোঁজ।-
তোমার সে একফালি হাসি, উফ্!
তবে এ হাসি রৌদ্রময় নয়।
বরং একপশলা বৃষ্টির মতো,
যা আমায় তোমার রঙে ভিজিয়ে দিল।
এই বৃষ্টি কিন্তু বর্ষার নয়;
এই বৃষ্টি বসন্তের।
জানি বৃষ্টি ও বসন্ত একসঙ্গে ঠিক যায় না,
কিন্তু দুষ্প্রাপ্য জিনিসের অসাধ্য সাধনের লোভ টাও যে আটকানো দায়।
আর ব্যাস! আটকে গেলাম আমরাও , একেঅপরের সাথে।
মিল-অমিল আছে থাক।
তা নিয়ে সুস্থ জীবন ব্যস্ত করে কি লাভ?
তবে ব্যস্ত থাকতে চাই- তোমার সাথে বোঝাপড়ায়,
সীমিত শব্দটির থেকে অনেক দূরে;
মাপকাঠিহীন ভালবাসায়।
-
তোমার দু'চোখ জুড়ে ঐ হাসি,
নেশা নেশা এ হৃদয়।
তোমার রঙিন ছোঁয়া আজ যেন
আমাকে ভালোবাসায়।-
Let your demon arise in and out,
and make people scream n' no shout.-
Let your demon arise in and out,
and make people scream n' no shout.-
তোর জন্যেই বিশেষণের ভীড়ে, হেরে যায় অভিধান।
তোর জন্যেই মনে বেজে ওঠে বসন্তের গান।
তুই আমার, আমি তোর , আমার সব তোরই জন্যে,
আহত অন্ধকারও আলোয় ভরেছে; তোরই জন্যে আর তোরই জন্যে।
-
মাতৃভাষার এই দিবসে
পরমান্ন নয়, বরং
রইলো পরম শ্রদ্ধা,
মায়ের জন্য আর
মায়ের শেখানো ভাষার জন্য।-
ডুবছি আমিও ভার্চুয়ালি, মরবো - সাধ আমারও।
চ্যাটবক্সে আলগা পিরিত - "তোমার দুঃখ আমারও"।-