Indrajit Paul   (Indrajit Paul)
81 Followers · 18 Following

Be your own God

[Hit Like only if you really like ...]
Joined 16 January 2018


Be your own God

[Hit Like only if you really like ...]
Joined 16 January 2018
28 JUN AT 10:48

টুকরো অভিমানের
ঢেউ ভেঙে যায় কূল।
বালিশের আবডালে,
রঙিন অতীত ভুল।

চেনাজানা আর অজানার বালি মেখে,
তুমি যাবে চলে, আমিও আপন সুখে,
মায়াভরা চোখে "প্রেম" যাবো লিখে।
ইতিহাসে যত "ভালোবাসা" দেবো রেখে।।

-


14 APR AT 21:27

দাহনরাগে জ্বালাও পাপ,
নতুন আলোর দাও প্রতাপ।।
আনো সত্য, আনো মুক্তি, আনো শান্তির ডাক।
আজি বর্ষবরণেই মনের শুদ্ধি হোক,
নিপাত যাক যত গ্লানি, যত শোক।।
নতুনের বার্তা নিয়ে, এসো হে বৈশাখ...

-


26 MAR AT 10:42

সময় হারায়,
পেরিয়ে শেষের পাতায়,
প্রতিদিনের ব্যস্ত অভিমান,
জমে থেকে যায়।

পাহাড়সম
আক্ষেপের আরোহণে,
সাঁঝবাতিরা ঘুমিয়ে যায়,
ক্লান্ত দিনে।

-


19 MAR AT 1:03

আমি কল্পনাতে গা ভাসিয়ে
কল্পিত কল্পনায় ভেসে চলি - কখনও সোজা, আবার কখনও বাঁকা পথকেই সোজা ধরে নিই।
কখনও থমকে যাই, পায়ের পাতার জোরটা দৃঢ় করে নিই।
তবে থেমে যাই না।
এগিয়ে যাই।
শুধু এগিয়ে যাই।

-


27 AUG 2024 AT 18:04

হাজারো অছিলায়, আমি শুধুই তোমার স্বপ্ন কিনি।
তুমি মেঘে বিচরণ করো আর আমি তোমার গন্ধ চিনি।।
বারেবারে চাঁদ হয়ে উঠে, আমি তোমারই আকাশে মাথা রাখি।
আর তোমার মনের গহনে আমি পৃথিবী জুড়ে থাকি।।

-


28 DEC 2023 AT 0:14

দিনশেষে, ঠোঁটকাটা মানুষরা কারও "প্রিয় মানুষের তালিকা" - তেই নিজেদের নাম খুঁজে পায় না।
এমনকি নিজের মানুষদের কাছেও না।
আসলে সত্যি কথা সবার গায়ে লাগে। এই তিক্ততা কেউ মেনে নিতে পারে না।
যাক গে।
অনেকটা বছর হলো, আরো অনেকটা পেরিয়ে যাবে।

এবার, কান্ডারী হুঁশিয়ার!

।।সবার উদ্দেশ্যে বিশেষ ঘোষণা।।

সবার মতামত এক হতে হবে এমন দিব্যি আদেও কোনোদিন কেউ কাউকে দিয়েছে বলে শুনিনি। যদিও দিয়ে থাকে, সেটা একসাথে অসম্ভব রকমের স্বৈরতন্ত্র এবং এখনকার দিনে বোকামির উদাহরণ। তাই বাকস্বাধীনতা হরণ করে, এমন কিঞ্চিৎ কদাকার এবং প্রচন্ড অসামাজিক মনস্কতার উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন না।

-


9 DEC 2023 AT 0:12

মাসের পর মাস পার হয়ে যায়।
আর এভাবেই কেটে যাচ্ছে আরও একটা বছর।
যে দাবানল শান্ত হয়ে যাওয়ার কথা ছিল,
অক্ষরে অক্ষরে সে আজও জানান দিচ্ছে তার তীব্রতার।
কিন্তু পেন্ডুলামের গতি বাড়ছে না।
আর এ কঠিন সময়ও পিছু ছাড়ছে না।
শুধু শত শত অযান্ত্রিক ত্রূটি মেখে নিয়ে, অবিরাম ছুটে চলেছি।
হয়তো কখনও অবসান হয়ে যাবে এই দীর্ঘ প্রতীক্ষার।

-


6 NOV 2023 AT 22:08

শব্দের ছোড়াছুড়ি আজ বন্ধ হয়েছে।
আজি বন্ধ হয়েছে আমাদের আনাগোনা।
জীবন এখন নিরস সুপারির ন্যায়।
আর বাকি থেকে যায় কত সংসারী কল্পনা!

-


26 OCT 2023 AT 14:29

আমার শহর হেঁটে চলে যায় হাতের নাগাল এড়িয়ে।
শিকড়ে -মাটিতে প্রেম নিভে গেলে , কোন সুদূরে দিচ্ছে সড়িয়ে।
হেরে যাওয়া গান বেঁধে চলেছি রোজই, তোমাতে আমাতে জড়িয়ে।
সুপ্ততা নিয়ে স্তব্ধ শ্বাসেই জীবন যাচ্ছে পেরিয়ে।

-


13 SEP 2023 AT 0:03

Paid Content

-


Fetching Indrajit Paul Quotes