।। অন্তর্দ্বন্দ্ব।।
জীবনযুদ্ধে অনেকটা হারিয়ে, আজ আবার শুরু,
পর্বত প্রাচীন রোগ, চুল ছেঁড়া আকৃতি হারানো শোক।
দুইপাশে আতশী সময় মধ্যিখানে আমি,
চিরকাল প্রেম শব্দটা একটা বেহায়া আহারে ধাঁচের।
নতুন আকাশ,
পুরনো মেঘ মায়ার স্বর্ণালী গিটার বাজিয়ে চলে ব্যাকগ্রাউন্ডে।
সময়ের ফাটলে আটকে থাকা ওই যে ঐ ধ্রুবতারা,
আজ সত্যি দূরে মনে হয়।
হৃদয় বিদীর্ণ হলে আজ অব্দি কোনো শব্দ হয়নি,
যত শব্দ এই অমলিন প্রাত্যহিক জীবনে বেঁচে থাকায়।
আমার কাছে প্রেম শব্দটা হলো অমরত্বের,
আসলে টিকে থাকার কিছু কারণ দরকার একলা শহরে!
যেখানে একলা বৃষ্টিতে ভেজা যায়,
অথচ কেনো জানি একলা বৃষ্টি উপভোগ করা যায় না।
অনিত্যের এই হাতছানি,
পিছন ফিরে দেখা ঐ অজস্র সব মুখ
আজও হৃদয়কে এলোমেলো করে তোলে।
অথচ বারংবার একই ভুলের শিকার হয়ে
আজ মন বড় একলা সময়ের দরবারে।
অনেক প্রচেষ্টার পর আবার ফিরে আসা,
চেনা দরজায় লাগানো ঐ পুরনো তালাটা,
বড্ড বেশি আবেগ সঞ্চার করে।
ঐযে মধ্যিখানে আমি, উত্তাপে অস্থির সময়
ফুরিয়ে যায়, হারিয়ে যায়, মানুষের বানানো ভিড়ের মাঝে।।
-
The worst thing we could do today is to 'assume' that something won't work for us.
Until & unless we experience something ourselves,
we shouldn't assume that we can't do it in an era
where learning, building & earning is just one click away.
-
।। বসন্ত এসে গেছে ।।
হয়তো ফোটেনি প্রকৃতির সমস্ত ফুল,
হয়তো পাখি হৃদয় উদাস করা সুরে গায় নি গান।
গাছে গাছে ফুটেছে জবা, ফুটেছে দুরন্ত শিমুল,
তারই কোলে উপস্থিত আজ বসন্ত পথিক।
বয়ে চলে ক্ষীণ শীতল - শুষ্ক বাতাস,
তারই কী চঞ্চল শিহরণ সমগ্র দেহ জুড়ে।
মন যেনো গ্রীষ্মের কালবৈশাখীর ঝড়ে উড়ে চলা এক পাতা,
ভালোবেসে অনন্ত সঙ্গীতের স্রোতে পাক খেয়ে কেবলই
মৃত্তিকার বুকে পতিত হতে চায়।
বছর শেষের এই ঋতু থেকে যতই ফেরাই চোখ,
যতই চেষ্টা করি এড়িয়ে চলার,
পারে না এই ব্যর্থ হৃদয় অবহেলার পত্র হয়ে থাকতে।
নতুন পল্লবে, নতুন ফুলে ফুলে, পাখির কলবরতায়,
নতুন বাতাসের স্পর্শ কে পারে না সে এড়িয়ে চলতে।
যেনো এক খল - নারী তার ভালোবাসা দিয়ে আপাদমস্তক
গ্রাস করে ফেলেছে।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।।
— % &-
।। স্মৃতির অন্তরালে ।।
হৃদয় দরজার তালাটা বড়োই অশক্ত,
সময় পেলেই পুরোনো স্মৃতিগুলোরে করে উত্তপ্ত।
এ মন, উপচে পড়া জলস্রোতের হাসিকে মানতে পারে না,
তাই আজ নস্টালজিয়া স্মৃতি চেপে ধরেছে ঘৃনা।
বুকের সড়ক বেয়ে আজ স্বপ্নগুলি হাঁটা করে মাথা নীচু,
জমে থাকা সব কান্নাগুলির স্বরলিপি আজ বড্ড উঁচু।
নিরবচ্ছিন্ন সময়ের স্রোতে সুখগুলি আজ অতীত,
উদিত সব দুঃখগুলির বেদনা অদ্রবণীয়।
অব্যক্ত স্বপ্নগুলো প্রাণ খুলে হাসে না,
না পাওয়ার অভাবগুলি হয় না শব্দহরা।
অচিন্তিতপূর্ব অনাবৃষ্টির ছিটায় হারিয়েছে আবেগের শিহরণ,
হারিয়ে যাওয়া সব ভালোবাসা আজ শুধুই বিস্মরণ।
সোনালী সুখের সেই দিনগুলো কোথায় যেন গেলো হারিয়ে,
ক্ষনে ক্ষনে উঁকি দিয়ে যায় হৃদয়ের জানলার ছোট্ট ফাঁক দিয়ে।
বুকের মাঝে খুঁজে ফেরে বেদনার অনবরত অন্তর্দহন,
সুপ্ত প্রেম খুঁচিয়ে বেড়ায় শুধু গোপন রক্তক্ষরণ।
(বাকিটা ক্যাপশনে)
-
Our life is very sudden to wake up in the morning with the mood of melancholy.
So, love the people who treat you outright and forget all about the once who don't.
And trust me, that everything occurs for a reason.
If you get a chance then take it humbly.
But,
If it changes your life then let it without any hesitation.
Nobody said that it would be easy.
They just promised that,
It would be worth it.
-
Which taught us that,
" The best teachers in the creation are
LIFE and TIME.
LIFE teaches us how to use the biggest
luxury in the world, time.
&
TIME instructs us what is the value of
our most beloved in the world, life. "
-
If,
You are censuring someone for worsened
lading occurring in your life.
Then,
You should also give credit to the same personality for all the prosperous things happening in your life.
-
Data connection and Smartphone.
As, nowadays with out data connection
a smartphone is useless.
Just like that, the absence of my dad
in my life is like fish without water.
-
In the journey of our life,
the 99 % of problems are created by ourselves,
Because we overthink about every topic.
&
That's why Most of us forget to laugh, forget to stay happy and make people happier,
&
We forget the assurance of survival.
-
If we want to lift ourselves up in life,
then, we shouldn't depress someone else.
Obligingly,
We should elevate someone at first
by our power of vision.
-