তোমার প্রেমে ছন্ন ছাড়া,
পৃথিবী আমার ক্ষত।
দূরের আকাশ মেঘলা বৈকি,
অভিমান ঠিক যত।
স্বপ্ন সবার রঙিন বটে,
কিন্তু বাস্তবে ঠিক কত?
ভুলে যাওয়ার বাহানা খুঁজি,
তাই যন্ত্রনাও ঠিক তত।
~ রা জ দ্বী প 🍁-
Incognito
(রাজদ্বীপ দাস)
35 Followers · 21 Following
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না...
Joined 17 February 2019
1 MAR 2022 AT 0:09
7 JAN 2022 AT 1:36
কিছু অনুভূতি হয় বেহায়া,
তাই কিছু প্রাপ্তি সৃষ্টি করে অনিশ্চয়তার ধোঁয়াশা।
কিছু চাহিদার থাকে না কোনো অধিকার,
তবুও তো ক্ষুদ্র কিছু পাওয়ার সুখ হয় অসামান্য।-
5 JAN 2022 AT 0:55
জোৎস্না নিভে যাওয়া রাতের আঁধারে
কল্পনার বাইরে ছিলে তুমি,
তাই সম্পর্কটা শেষ পর্যন্ত মরিচিকা॥-
31 DEC 2021 AT 0:28
দেখিনা প্রিয়,
মোর অন্ধ জানালা, বদ্ধ নগরীর প্রাচীর চূড়া।
খোলা তাঁর আকাশ আর নদী তাঁর চঞ্চল,
অপেক্ষার প্রহর তাই শূন্য আজ এই শহর॥-
15 NOV 2021 AT 0:00
কষ্ট আমার ভীষন তোমার,
যন্ত্রনাও ঠিক ততো।।
কাটছে যে দিন...বেজায় রঙিন,
রাত্রি বড়োই ক্লান্ত।।-
26 JUN 2021 AT 21:08
যদি নদী 'তাঁরে' খোঁজো,
মুছে দিতে 'তাঁর' সব মোহ।
রাখবো তাঁরে স্মৃতির অগোচরে,
মনের মনিকোঠায় যত্নে।
-
25 JUN 2021 AT 23:35
বাইরে বেজায় বৃস্টি
ভেতরে জমা মেঘ।
কেউকি জানে তাঁর খবর?
যে আজ দিনশেষে নিরুদ্দেশ।
-
12 JUN 2021 AT 13:14
ধরো হঠাৎ যদি বৃস্টি নামে মনখারাপের দেশে,
সঙ্গি হয়ো এটুকুই দাবি অবশেষে।-