Inactive Scribbler   (Inactive)
957 Followers · 2.2k Following

read more
Joined 7 March 2019


read more
Joined 7 March 2019
10 OCT 2021 AT 10:23

আঁধারের উৎস হতে
বাহির করো মোরে
আলোকধারার শিখরে,
রাখো হৃদের মৃত্তিকায়।
যেখানে পবিত্র বারি বইছে
অবাধে, যেখানে কুহেলিকা,
বিহগের ভাসছে তরঙ্গসম
আঁধার যেথায় থর থর কাঁপে
প্রতি আগমনে; সেথায় আমায়
স্থান দাও নাথ, রাখো কোলে আদরে।

-


29 JUN 2021 AT 20:26

বন্ধু, তুমি আমার মনের,
বসে আছো কালো ঘরের কোণের
ওই ঘিঞ্জি দুই চাপা দেওয়ালে
মিশছ দূরে, অন্তরালে;
অবাধ চুমু তোমার গালে,
ফিরে এসো ' আমি ',
এসো মিত্র আমার আড়ালে।

-


28 JUN 2021 AT 14:46

কাচের শার্সি
বন্ধ দেখো,
বৃষ্টি, মাথা
ঠুকে যায়
অন্ধ দেখো
আমার মত;
স্ক্রিপ্টে লেখা
প্রেমের মত,
অন্ধ দেখো
বৃষ্টির মত,
মিথ্যে কাচে
রুধি ঝরায়
মাথা ঠুকে,
অন্ধ দেখো
আমার মত।

-


28 MAR 2021 AT 14:09

আমার তনের গুঁড়ো আবির সম্পৃক্ত করুক তোমার এ দোল।
দুটি কায়া আজ লিপ্ত হোক,
রস-সিক্ত তোমার নগ্ন বক্ষের সুবাস করুক আমায় মত্ত।
আমার প্রণয়-বারিতে স্নাত হও...

-


10 DEC 2020 AT 23:12

Dust may Cover you,
You can get rid of it.
Don't let Rust grab you,
You'll be ravaged !

-


29 NOV 2020 AT 15:14

তাহারে ছিন্ন করো রাজন,
এ তন কেন চিরতর হে-
হবে সে টানের অধীন, এ চিত্তের
লালসা যত, টুট তাহাদের প্রাণ তত।
এ মোহের রিপু, বাঁধনের খেলা,
শমনের ফিরায় শেষের বেলা।
এ মায়ার তটে, কায়ার তরী,
খোলো হে বাঁধন, দাও ছাড়ি।
বিশ্বপিত, তব পদে মন রবে,
এ তরণী, ভাসাও অর্ণবে।

-


20 NOV 2020 AT 17:34

****প্রার্থনা**** (২)

নাহি নিন্দ্ আঁখিপাতে
হেলায় রাখি যত, আবরণে
ঢাকে তত; সুখ ত্রাহি, তাহার লাগি
এ তনেরে ভুলি কেন প্রাণনাথ হে ?

দুখের শর্বরী লইয়া,
নিহত ঘটনা বইয়া,
আর পারি না, কায়ায় কালো
ছাপ; প্রেমান্ধরে দেহ আলো!

-


19 NOV 2020 AT 22:54

***প্রার্থনা*** (১)

হে মন্দির-পতি, তব
পদে লক্ষ নমি চাহি যদি
তাহাকে পুনঃ, ভাঙ্গিয়া
দিও মন তবে মম,
আশাহত করিও মহারাজ।

-


12 NOV 2020 AT 18:47

সত্য বিরহ-ব্যথার জমা
দড়িপাকানো দাগ ;ওষ্ঠাধর দিয়ে
পতিত অন্যের পরাধীন বাক্য
উড়িয়ে দেয় চিরসত্যের আব্রু,
আমি ভেঙে পড়ি ; ধৈর্যের
দেওয়ালে অজস্র চির। আর
যখন তুমি স্ক্রিপ্ট‌ এর অনুভূতিহীন
প্রণয় দেখাও, আমি অভিনয়ের
অবগুণ্ঠন তুলেও‌ আবার
বাস্তবে ফিরি, এখানে মিথ্যেটাই
প্রিয়‌, শ্রেয়...

-


1 NOV 2020 AT 16:18

জানি তো! শুধুই ভণিতা নয়,
লেখার ধমনী রাজনের চিত্ত-রুধিতে পূর্ণ,
কাগজে তাঁরই প্রণয়াঘাত, তাঁকে ব্যতীত শূন্য,
প্রাণপণে অবশ্য, খুঁজতে হয়।

-


Fetching Inactive Scribbler Quotes