Imdadul Haque   (ইমদাদুল হক মিলন)
17 Followers · 5 Following

read more
Joined 3 June 2020


read more
Joined 3 June 2020
23 DEC 2023 AT 22:04

সমস্যার দিক দিয়ে আমি অনেক হ্যাপি মানুষ। প্রচুর টেনশনে আমার ঘুম পায়, আমরণ ঘুমের মতোই। আবার যখন কিছুতেই কিছু হচ্ছেনা তখন প্রচুর হাসি পায়। নিজেকে অনেক লাকি মনে হয় এই ভেবে যে, আমার মতো আনলাকি/ব্যার্থ মানুষ আর দ্বিতীয়’টা নেই। এই দিক থেকে তো আমি সেরা। আবার আমার কোনো ক্লান্তিও নেই।

চলছে জীবন...............

-


23 DEC 2023 AT 22:02

ব্যাস্তময় দিনের শেষে পশ্চিমের আকাশকে রক্তাক্ত করে লাল আবরণ নিয়ে হাজির হয় সন্ধ্যা।
অন্ধকার আর রক্তলালের সংমিশ্রণে এই সন্ধ্যা জেনো নিয়ে আসে একাকীত্বের এক বর্ণহীন আবরণ।

-


17 FEB 2023 AT 18:08

অন্ধকার ভাঙতে ভাঙতে বেরিয়ে আসে একটা পাতলা সাদা আস্তরণ। গাছের গভীর প্রদেশের ফল্গুধারা। আলোর কোনো সংজ্ঞা নেই। পরিশ্রমী পায়ের বৃত্তেই পাহাড়ি অনমনীয়তার মৌলিক কারুশালা। কোলাহল মুখরতার শেষে নিজের গরজেই নদী এসে বুনে দেয় সান্ধ্য সংসারের যাবতীয় আসবাব। কে জেনেছে কবে কার কোথায় হারিয়েছে সবুজ দ্বীপের রহস্য। সমগ্র পৃথিবী পরিভ্রমণ শেষে হাঁ মুখের ইতিহাস চার ছটাক ধানেই পাতা মুড়ে ফেলে। বাকি সব কোলাহল শ্রমের চৌহদ্দি ছাড়িয়ে গাঁথা হয়ে যায় সভ্যতার বিরল প্রান্তরে।

-


13 FEB 2023 AT 22:53

বসন্তের ছোঁয়া লাগলে তুমি আমার সামনে আসো ; রক্তকরবির স্তবক হাতে তুমি ভালোবাসায় ভাসো।

-


13 FEB 2023 AT 22:53

রাতের সাথে নিঝুম এক সখ্যতা আর রিকশার আতিথেয়তায় ভ্রমণটা যে থাকে স্মরণীয় প্রকৃতির সহপাঠী হয়ে একাত্মতায়!!

-


13 FEB 2023 AT 22:50

ভালোবাসার জন্যে তোলা ছিল চোখা চোখা বিশেষণ তবুও শেষমেষ করি তোমাতেই আত্মসমর্পণ!

-


27 JUL 2022 AT 12:36

আমার দিবস কাটে নীরব হয়ে তোমার ছবি দেখে,
আমার দিবস কাটে শ্রাবণ হাওয়ায় তোমার মায়া মেখে!

-


25 JUL 2022 AT 23:34

অবহেলার জীবন জেনো আষাঢ় মাসের রোদ,
লক্ষ্যহীন ছুটে চলা-
ক্ষতি দিয়েই সুদ!
মন গহীনে আশা জাগায়
ব্যার্থতায় জীবন চলে,
হতভাগায়!

-


21 JUL 2022 AT 8:34

যারা আপনাকে পছন্দ করেনা, আপনি তাদের পছন্দ করুন। তাদের সাথে মিশতে শিখুন। তাদের বিপদে-সমস্যায় এগিয়ে যান।

তারাও আপনার গুনগ্রাহী হয়ে যাবে ইনশাআল্লাহ। হিংসের জগৎ থেকে বেড়িয়ে আসবে।

-


21 MAR 2022 AT 23:32

অসময়

চায়ের ধোঁয়া চশমাকে যতোটা না ঝাপসা করে
ঠিক ততোটুক ঝাপসাই লাগে তোমায় ছেড়ে,
বাস্তবতা ঠিক চায়ের ধোঁয়া
সার্থক ছিলো তোমায় পাওয়া।

অসময়ে নেই তুমি পাশে,
জীবন এখন সাপ-লুডো আর তাশে!
অসময় তুমি ছিলেনা তবে
বৈশাখের আকাশে যেমন জোৎস্না নেবে!

-


Fetching Imdadul Haque Quotes