ইচ্ছেডানায় মৌ   (ইচ্ছেডানায় মৌ)
102 Followers · 31 Following

Joined 20 April 2020


Joined 20 April 2020

মায়াঘেরা পাপড়ির ভাঁজে,
খুঁজে নিয়ে ডাক দিও তুমি
এক আলোভরা সন্ধ্যের সাজে।

-



আলগা বিকেল, শীতঘুম শেষে,
বসন্ত পলাশ ছোঁয়া।
লেগেছে আগুন রঙের মেলায়,
উড়ছে আবীর ধোঁয়া।

-



মাখতে চায় সে আলোর ভোর,
নাম না জানা ফুলের চোখে
ভাঙছে যখন ঘুমের ঘোর।

লালচে পলাশ, শালবন আর
দিগন্তটা যদ্দূর,
হাতে হাত রেখে পাশাপাশি
হাঁটে অমলতাস আর রোদ্দুর।

-



ধীরে ধীরে মিশে গেছে সময়ের গভীরতায়।
অব্যক্ত বেদনায় নীল উপশিরায়
ফুরিয়ে আসছে স্রোত।
চিকচিকে জ্যোৎস্নায় আবার
কখনো ভাসবে চরাচর,
একজোড়া চোখ মগ্ন থাকবে
ভাঙা স্বপ্নের টুকরোগুলো কুড়োতে।

-



তবু এখনো অনেক কাজ বাকি।
ভুলে গেছি ভেবে ভুলে ছিলাম যা
আজও দেখি সবই অমলিন,
সন্ধ্যাতারার মতো জ্বলজ্বলে।
মাঝে মাঝে শুধু ঢাকা পড়ে যায়
ব্যস্ততার মেঘের আড়ালে।
আবার উপচে ওঠে
কোনো এক মেঘলা সকাল,
মনখারাপী দুপুরে।

-



পথ চলার ফাঁকে ফাঁকে।
কখনো অবকাশে,
ক্যানভাসে ভেসে উঠি
কালি-তুলির প্রেয়সী হয়ে।
কখনো একজোড়া কালো চোখে
চোখ রেখে পাড়ি দিই, অন্তহীন।
‌‌জানালার গোধূলি আলো
যখন ফিরে যাবার মুখে,
পথ চিনে নিয়ে শুধু
ফিরে এসো তুমি সন্ধ্যে নামার আগে।

-



শিউলি ঝরা স্নিগ্ধ ভোরে
হাওয়ায় ভাসে আগমনীর সুর,
শিশির ভেজা কাশের বন আর
শুনি যেন ঢাকের আওয়াজ, দূর বহুদূর।

-



তবু সামনের ব্যস্ততা ভুলে
পিছনে ফেরার অনুমতি তার নেই।
সবটুকু জেনে, বুঝেও
পাথুরে গতিপথে বয়ে চলে।
মনখারাপের চাদরে
ঢেকে রাখে নোনা জল।
আরো দ্রুত ছুটে যায় সমুদ্রের দিকে।
তার বিশাল বুকে মাথা রেখে
হালকা হবে কিছুটা।
অনেক অনেক দিন পর
হয়তো পাহাড়ের স্মৃতি আবছা হবে।
আর হয়তো পাহাড়,
তখনো থেকে যাবে এক দীর্ঘ,
অজানা অন্তহীন প্রতীক্ষায়।

-



ওই দূরে যার চলে যাওয়ার
ঝমঝম শব্দ শুনি রোজ।
ছুঁয়ে দেখব আরেকবার
শৈশবের বিকেল।
ধাপে ধাপে পা রেখে
দূরান্তে মিলিয়ে যাবার আগে,
সূর্য ডোবার ক্ষনে
আবার ফিরে আসা।
খেজুর গাছের পাতায়
জমে আছে যে ধূলো,
তার আড়ালেই রয়ে গেছে
আমার ছোটবেলা।

-



🌥️💐

-


Fetching ইচ্ছেডানায় মৌ Quotes