Ibrahim Bhuiyan  
2 Followers 0 Following

Joined 23 September 2019


Joined 23 September 2019
27 AUG 2024 AT 22:49

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি।

বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

-


30 JUL 2024 AT 13:16

রক্তরাঙা শোক

আজকের দিনটা শোকের কালো আঁচলে ঢেকেছে,
রক্তে রাঙা হয়েছে শিক্ষার মহামঞ্চ।
কী নির্মম সেই ঘটনা, হৃদয় বিদীর্ণ আজ,
বেদনায় নুয়ে পড়েছে স্বপ্নের আলোকপথ।

কোথায় যেন থেমে গেলো নতুন প্রভাতের আলো,
শহীদ হলো তরুণেরা, নিভল তাদের মশাল।
পথের শেষ নেই আজ, শুধুই দীর্ঘশ্বাসের ধ্বনি,
নিঃশব্দে কেঁদে ওঠে হৃদয়, ব্যথায় অশ্রুময়।

এখন শুধু শোকের প্রতিধ্বনি, বেদনার সুরে,
তবু হৃদয়ের মাঝে জাগ্রত তাদের স্মৃতি।
তোমাদের ত্যাগ ভুলবে না এই জাতি,
শান্তি তোমাদের আত্মায়, তোমরা রবে অমর।

-


21 APR 2023 AT 19:07


ঈদ মোবারক

আপনি ও আপনার পরিবারের প্রত্যেককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুক।

-


20 JUL 2021 AT 22:42

বল, ‘নিশ্চয়ই আমার নামায, আমার উপাসনা (কুরবানী), আমার জীবন ও আমার মরণ, বিশ্ব-জগতের প্রতিপালক আল্লাহরই জন্য।
আল আনআম_আয়াত-১৬২

-


13 MAY 2021 AT 20:14

ঈদ মোবারক


আপনি ও আপনার পরিবারের প্রত্যেককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আর দশটা ঈদের মতো নয় বরং দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে ঈদ পালন করুন।


আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুক।

-


6 SEP 2020 AT 5:33

জুমআর দিন ৫টি কাজের মাধ্যমে জুমআর নামাজে অংশ নিলে আল্লাহ তায়ালা বান্দার প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ!!!
অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটা কাজ করলে সে ব্যক্তি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে।

পাঁচটি কাজ হচ্ছেঃ
১। গোসল করা
২। আগে আগে মসজিদে আসা
৩। পায়ে হেটে মসজিদে আসা
৪। ইমামের কাছাকাছি বসা।
৫। অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

-


23 AUG 2020 AT 22:35

আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর দরবারে আগমন করলো। এরপর সে বলল, আমি আপনার নিকট হিজরত ও জিহাদের জন্য বাই’আত গ্রহণ করব। (এর দ্বারা) আমি আল্লাহর কাছে পুরস্কার ও বিনিময় আশা করি। তিনি বললেন, তোমার পিতা-মাতার মধ্যে কেউ জীবিত আছে কি? সে বলল, হ্যাঁ, তারা দুজনেই জীবিত। তিনি আবার বললেন, সত্যিই কি! তুমি আল্লাহর নিকট প্রতিদান আকাঙ্খা করছ? সে বলল, হ্যাঁ! তিনি বললেন, তাহলে তুমি তোমার পিতা-মাতার কাছে ফিরে যাও এবং তাদের দু’জনের সঙ্গে সদাচরণ কর।
সহিহ মুসলিম ৬৪০১

-


4 AUG 2020 AT 17:33

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা, খারাপ ধারণা প্রসূত বিষয় সর্বাপেক্ষা মিথ্যা। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, সুপ্তদোষ অনুসন্ধান করো না, তোমরা পরস্পর লিপ্সা করো না, পরস্পর পরস্পরের প্রতি শত্রুতা করো না, হিংসা করো না; একে অন্যের পিছনে লেগে থেকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।

-


31 JUL 2020 AT 22:04

‘নিশ্চয়ই আমার নামায, আমার কুরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহর জন্যে’। (সূরা আল-আনআম, আয়াত ১৬২)



মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ উৎসব প্রবিত্র ঈদুল আজহা বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
ঈদ মুবারাক ।


-


26 JUN 2020 AT 17:54

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী-স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজ্বের ভাষণে নবীজী বলেছেন,

তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর।
(সহীহ মুসলিম, হাদীস ১২১৮)
সাথে সাথে নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামায ঠিকমত আদায় করবে, রমযানের রোযা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাযত করবে, স্বামীর আনুগত্য করবে তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।

-


Fetching Ibrahim Bhuiyan Quotes