তোমাকে যখন দেখি
তখন মনে হয়
পৃথিবীর সব রুপ দিয়ে তোমাকে বানানো।
তোমাকে যখন দেখি
তখন মনে হয়
সব লজ্জা এখানেই তোমার ঠোঁটের কোণে এসে মিশেছে
তোমাকে যখন দেখি
তখন মনে হয়
সব আকষন এখান থেকে শুরু হয়।
তোমাকে যখন দেখি
তখন মনে হয়
সব আবেগ এখানে ঠিক তোমার দুচোখের মাঝে খেলা করছে
আমি দিব্যি থাকিয়ে রই
তোমার দিকে
হাসিতে, পলকে আর উড়ে যাওয়া এলোমেলো চুলে.......
©শাকিল-
Humayun Rashid
1 Followers · 1 Following
Joined 11 January 2022
11 JAN 2022 AT 18:51