প্রেম_গীতি
হৃদয়। ০১ ডিসেম্বর ২০২১
এই যে, আমার কথা শোনো প্রিয়
তুমি এলেই আলো ছড়ায় গৃহ।
কেমন যেনো সুখের ছোঁয়া লাগে
মনের ভেতর ফাগুন যেনো জাগে।
তোমার প্রেমে মত্ত হই,
তোমার প্রেমেই ডুব।
তোমার চোখে হারিয়ে আমি-
নির্বাক, নিশ্চুপ!
আমার দেহের শক্তি তুমি,
আমার মনের জোশ!
তোমার প্রেমের পরশে হয়
চিত্ত দিলখোশ!
এই যে, আমার কথা শোনো সখি
হাতটা ধরো, বসো কাছে এসে,
জীবন মরণ তোমার পাশেই আছি,
মিষ্টি হেসে বলবে ভালোবেসে।-
বাংলাদেশি।
এখন নাকি মানুষ কেনে, আলু বেচার দামে।
এখন নাকি মানুষ দেখে, বাজার গুলো ঘামে।
ঘামের ভেতর হাবুডুবু, মানুষ, পেঁয়াজ চাষা
তবু নাকি বাজার দরে, "বাঁচা-মরার আশা।"-
দু'চোখ জুড়েই কালো।
কে ধরবে হাত দু'টো আর,
কে জ্বালাবে আলো?
বন্দী স্মৃতির এ শহরে
মানবরুপী পাথর।
স্মৃতি জুড়েই দহন জ্বালা
কার প্রেমে সে কাতর?
বন্দী স্মৃতির এ শহরে
সব কিছু কী মেকি?
কালো নয়নজুড়ে তবু
আলোর স্বপ্ন দেখি।-
মনের ভেতর ভীষণ ভালো লাগা।
গ্রহণ করো হৃদয় ফুলের রেণু ;
যেই রেণুতে তোমার ছবি আঁকা।-
eats away at the energy of the mind,
The mind is indifferent
drunk, unconscious.
Throw away despair,
push away everything.
The mind will be green,
feel happiness.-
দুশ্চিন্তা, খুবলে খায় মনের জোশ,
মন হয় উদাসীন, মাতাল, বেহুশ।
ছুঁড়ে ফেল হতাশা, দূরে ঠেল সব।
মনন সবুজ হবে, সুখ অনুভব।-
হৃদয় খানি চিড়ে দেখো প্রিয়
খুনের ভেতর আঁকা কারো ছবি।
আধপোড়া এ হৃদে দোলা দিও
হবো আমি প্রেম বিরহের কবি।-
যে টুকুতে থাকবে বাঁচার আশ।
গড়বো আবার বিশ্বজুড়ে ঘর-
হৃদয় জুড়ে এইটুকুই প্রয়াস।-
মেঘলা দিনে মন খারাপের ঘরে
এলোমেলো কার সে ছায়া নড়ে?
স্পর্শে মনে ফোটে হাস্না, গন্ধরাজ;
জীবন জুড়েই সুখ অনুরণ আজ।-