Holistic lifestyle   (র ঙ প্রী ত রা নু ✍️)
18 Followers · 16 Following

read more
Joined 22 April 2021


read more
Joined 22 April 2021
30 MAY 2021 AT 18:32

মনের দুঃখ গুলোই যেন বেশি আপন
এত চেষ্টা করি ছেড়ে যাবার
কিছুতেই ছাড়ে না,
আরো জাপটে ধরে

-


25 MAY 2021 AT 23:20

'আ' তে আম টি আমি খাবো পেড়ে

সেই ছোট্ট থেকে
যেই পরিচয় হলো
বন্ধুত্ব টা খুব পাতালাম
নিঃশর্ত রেখে

খেলতে খেলতে আমের সাথে
মাটিতে লুটোপুটি
হলদে পাকা রসে শাঁসে
যেই মেখেছি আমি
পটি ভেবে মা বকে দেয়
দুস্টু ছেলে ভারী

আম্র মুকুল ছিঁড়তে ছিলাম বড়ই ওস্তাদ
নেশার গন্ধ টানতো
আমার বড্ড পাকামি

এলোমেলো ডালগুলোতে
ঝুলতো যখন থোকে-থোকে
গুলতি আমার সদাই লক্ষ্যে
জ্বালাতে কাঁচা ছানা-পোনা কে

কালবৈশাখী ঝড়ের শেষে
খোঁজ মিলতো আমের বাগে
কুড়িয়ে কুড়িয়ে ভেজা আমে
ব্যাগ ভরাতাম তৃপ্ত মনে

মায়ের কাছে বায়না আমার
আমের আচার,আমের তেলের
আম ফলসী ছাদে গিয়ে
শুকোতে দিতাম দৌড়ে দৌড়ে

জুন জুলাই এ গ্রীষ্মের ছুটি
মনে করতাম আমের ছুটি
কাটতো রঙিন দিনগুলো যে
আম্র মধুর প্রেমে ভেসে

বইয়ের পাতায় বিজ্ঞানেতে
'মেঙ্গিফেরা ইন্ডিকা' যে
বাহারি কত স্বাদ-গন্ধ
প্রকারভেদে প্রায় সাড়ে তিনশো

ফজলি, ল্যাংড়া,আম্রপালি,
মল্লিকা, মিশ্রিদানা,বারোমাসি
কাঁচামিঠা,গোপাল খাস,নীলাম্বরী
এরইমাঝে 'আলফানসো' সে বড়ই দামী

এতো এতো নামের ভূষণ
গুণাগুণের ও বহর- রকম

' ফলের রাজা ' খেতাবেতে
করেছ সার্থক বাঙালীর পার্বণ

তাই শখ জেগেছে মনে
সে যে বড়ই অসম

বড়ো হয়ে তাই আমি
বিঘে-বিঘে আমের করাবো ফলন

বিদেশ বিভুঁইতে হবে রপ্তানি
অনন্য আমি আমের ব্যাপারী!

-


23 MAY 2021 AT 23:59

উড়ো হাওয়ায় দোলে
তোমার শাড়ীর অবাধ্য আঁচল
হৃদয়ে ঝড় তোলে
তোমাকে ছোঁয়ার আবেগী মাতাল প্রান্তর

-


20 MAY 2021 AT 11:40


তুমি আলো নিয়ে এসো
তোমার প্রথম কান্না,
শোনার জন্য আকুল আমি
করেছি কত ত্যাগ,
যে ত্যাগ করতে ইচ্ছুক হাজারবার
লালিত করেছি আমার অঙ্গে
ধারণ করেছি নয়মাস
নাড়ীর টানে সাড়া মিলেছে বারংবার
কোমল পায়ের খেলাচ্ছলে
দিয়েছো স্বর্গীয় অনুভূতি
তুমি যে দেবতার মহামূল্য আশীর্বাদ

-


18 MAY 2021 AT 12:18

একদিন ভোর হবে ঠিক
উষার রক্তিমায়
মৃদু মন্দ দখিনা হাওয়ায়
পুষ্প রাশির দোদুল্য দোলায়
বিকশিত হবে তার
মন মাতোয়ারা সুবাস
স্রোতস্বিনীর কলকল শব্দে
কেটে যাবে নীরবতা,
চতুর্দিকে ধ্বনিত হবে
পাখির কলকাকলি
গো পালক ছুটবে মাটির গন্ধে
হাল ধরবে চষবে
ধরিত্রীর উর্বরা মৃত্তিকা
কেটে যাবে ওই
দূষিত ধোঁয়ার কালিমা
কৃত্রিম সর্বনাশী পলিথিনের আস্তরণ
বিদীর্ণ হবে তরঙ্গের জাল
শেষ হবে ক্ষমতার লড়াই
জাগবে মনুষ্যত্ব,
জরা ,ব্যাধি, দুঃখ
হিংসার পর্দা হবে বিলীন
এমনই ভোর আসুক
কোনো পূণ্য লগ্নে বারংবার

-


17 MAY 2021 AT 11:18

এ শোকের সান্ত্বনা নেই
নিভু নিভু পিদিমের আলোর
মতো প্রানের ছটফটানি
যেন এখনি কোনো মাতাল হাওয়ায়
নিভবে বাতি ,প্রানের আই-ঢাই
শীতল করে কেড়ে নেবে,
শেষ নির্যাস টুকু

খালি করে চওড়া রাঙানো সিঁথি
নয়তো বৃদ্ধা মায়ের কোল

হতে পারে ছোট্ট মেয়েটির
অচিনপুরের গল্প বলার,
হাত ধরে পথ চলার সাথি

মুলি বাঁশের বেড়ার ঘরে
দরিদ্রে ঠাসা আশার বুকে
উপার্জনের শেষ মানুষটিকে

শোক আছে আঁধার রাতের
ওই ব্যার্থ আকাশের তারার
চাহনিতে,পুনরায় এই মাটিতে
প্রিয়জনের কাছে ফেরার আকাঙ্খায়

শোক শব্দটা জুড়ে আছে
একরাশ নির্মম অতৃপ্ততা

-


16 MAY 2021 AT 23:19

জীবনের প্রতিটি অবিন্যস্ত চলার পথে
যদি কেউ বুকে টেনে ভরসা দেয়
আর সে যদি আমার আপনজন হয়
তবে পথের সব কাঁটা যেন
ফুলের পাপড়ির মতো ধরা দেয়

-


16 MAY 2021 AT 12:38

যত্নে থাকুক আমার টুকরো মন
দর্পণের প্রতিচ্ছবি হোক আমার আপনজন
দশ আঙুলের বদ্ধ মুষ্ঠিতে জমিয়েছি তপ্ত লাভা
সুপ্ত আগ্নেয়গিরির মতোই আমার আঁখির পাতা

মুখগহ্বরে জমে শত শত আঘাতের ঢক্কানিনাদ
শাণপাথর হয়ে বক্ষ পিঞ্জর
হানাতে প্রস্তুত বারুদের প্রতিঘাত

বিদ্যমানতা হোক যতই অসর
শিক্ষণ আমার অদ্য বজ্রকঠোর

-


16 MAY 2021 AT 12:01


প্রকৃতির নাই কোনো অহংকার
নাই কোনো দ্বেষ
সে শুধু দিতে জানে
নিষ্কলঙ্ক স্নিগ্ধতা
তার অপার সৌন্দর্য ছড়াতে জানে
সম্মোহনের জালে জড়াতে জানে
সে যে নীল সবুজ হলুদ
মায়াবী ময়ূরের
পেখমের বর্ণময় ছটা!💐💐

-


14 MAY 2021 AT 22:37

তুমি ছায়াপথ ধরে এসো
আমার ছায়াসঙ্গী হয়ে থেকো
তারার দেশের স্বপনীল গল্প শুনিও,
তোমার হারিয়ে যাওয়া দিনগুলি যেগুলো -
ফেলে রেখে এসেছো আমার হৃদমাঝারে,
গুছিয়ে রেখেছি আমার দুনয়নের পাতায়
জমেছে অশ্রুর ধূলো শুধু ছাই হতে চায়;
তোমার শূন্য পথের অশরীরী ইশারায়!

-


Fetching Holistic lifestyle Quotes