All a person needs is a hand to hold, and a heart to understand… ❤️
-
হে মৃত্যুঞ্জয়ী,
দেশমাতার বীর সন্তান
নিঃস্বার্থ, নিরলস যিনি করেছেন সংগ্রাম।
রক্তের বিনিময়ে স্বাধীনতার আশ্বাস বাণী,
আর কেউ নন আমাদের প্রিয় নেতাজি তিনি।
আজও গর্বিত মোরা
হৃদয়জুড়ে তোমার ফেরার আশা
কর্মে, বীরত্বে, দেশাত্মবোধের
দুচোখে কেবলই যোদ্ধার ভাষা।
মৃত্যুহীন প্রাণ মানুষ নয় দেবতা তুমি
জন্মদিনে জানাই শতকোটি প্রণমি...-
সাধ ছিল অনুভূতির গালিচায়;
জীবন পথ অতিক্রম করবে
চাঁদ আর তারা।
নিয়তির উপহাসে সেই পথে
একাকিত্বকে দোসর করে চলেছে,
চতুর্দিকের নিস্তব্ধতার গুঞ্জন
ছায়ার সাথেও কথা বলতেও ভয়!
একাকী ,নিঃসঙ্গ চাঁদ দিগন্তকে সাক্ষী রাখে
এই তমসা নিশীথে অন্য তারামণ্ডলে কেউ আছে -
দূরের কোনো রূপকথার গল্পে পূর্ণিমায় দোসর হবে!-
স্বপ্নের সোয়েটার বুনতে না জানি কত সময় লেগেছিল,
যখন এটা তৈরি হলো....
তখন আবহাওয়াই বদলে গেল!-
लोग कहते है हाथों की
लकीर अधूरी हो तो
किस्मत में प्यार नही होती,
पर इन्ही हाथों में अगर
सच्चे साथी का हाथ हो तो
किसी लकीरों की भी ज़रूरत नही होती ... ❤️❤️-
মনের চাইতে বেশি
উর্বর জায়গা আর দুটো নেই,
কেনো কি সেখানে
যাই চাষ করা হোক
ফলন অবশ্যই হয় -
সে ভাবনা হোক ,
ঘৃণা হোক বা সে
ভালোবাসাই হোক না কেন।
-
কিছু বলে গেলো,
কিছু সয়ে গেলো,
কিছু বলতে বলতে বাকি রয়ে গেলো,
আমি ঠিক - তুমি ভুল;
এই খেলাতে
না জানে কত সম্পর্ক ভেঙে গেলো!-