কেউ এক চুল ও জায়গা দেবে না।
চুপকরে বস।সাহস কি করে হয় কথা বলার!
তুই থাকবি আমাদের পায়ের এর তলায়।
তুই হলি মেয়ে রে।নারিত্ববাদী বুলি ঝাড়তে পারিস?
না।কখনোই না।থাকবি চুপ।
করবো অপমান।ছিনব তোর সর্বস্ব।
তোর সম্মান, তোর ভালোলাগা ,
তোর মুক্তির আনন্দ, তোর শান্তি,
সব কেড়ে নেব।তোর জন্য শুধুই দয়া আর করুনা ,
ভালোবাসা নয়।যোগ্যই নোস।
তোকে নিয়ে পুতুল খেলি।
খেলা শেষে ছুঁড়ে ফেলি।
তুই তো মেয়ে।কিন্তু সেই তুই যখন
প্রাণখুলে ঝিলিমিলিয়ে হাসিস ?
ভীষণ জ্বলে সারা গা।তুই থাকলে ভালো হয় রাগ।
মনে হয় তোকে গুঁড়িয়ে ভেঙে শেষ করি।
তোর সব শেষ হলে এটাই সঠিক বলি মনে মনে।
তোর সাকসেস তো আমার হার অপমান!
হতে দেওয়া যায় নাকি!
কখনোই দেবনা তাই তোকে উঠতে।
তোর স্থান পা এর তলায়।
তোর কাজ আমার দাসত্ব হাসিমুখে মেনে চলা।
কে আমি জানিস না?আমি তো পুরুষ।আমি স্বামী।
স্বনির্ভরই হও কিংবা রোজগারে তুমি শুধুই
তুচ্ছ এক মেয়ে।তোমার ওপর অত্যাচার ন্যায্য।
আমাদের অধিকার।-
Fire flies are the happiness
None can encage them.
They fly freely with full freedom.
Freedom is happiness
Happiness is freedom.
Freedom of mind,
Freedom of choice,
Freedom of life,
Freedom of taking break.
That is happiness.
That is fire fly.
If you captivate them into a pot
They will die.
Happiness cannot imprisoned.
Life is dark ,sad
They are hope, happiness.
Because they are born free.-
God is with us.There is no fear.We will get what we want truly.So think repeatedly before wishing to get something as that might be proved wrong thing for me in future.so think deeply before wishing anything.
-
আজ চারপাশের এই উথাল পাথাল পরিস্থিতির মাঝে মা এর আগমন।মনেই হচ্ছেনা পুজো।চারিদিকে হাহাকার কষ্ট।এমন দিনে মা এর কাছে একটাই প্রার্থনা,"মা তুমি তো সবিশক্তিমান। সকলকে শান্তি দিও।এই কষ্ট দুঃখ থেকে মুক্তি দাও।কিছু ক্ষতি পূরণ হবে না কোনো দিন।আর ক্ষতি নয়।মা মুক্ত করো এই কষ্ট থেকে।সবাই কে শান্তি দাও"।
-
নিজেকে এতোটাই পবিত্র করা উচিত যাতে বাইরের ময়লা আমাকে এতটুকুও কলুষিত না করতে পারে বরং নিজেই সেই পবিত্র ধারায় মিশে নিজের সমস্ত কলুষতা হারিয়ে নিজেও কখন পবিত্র ধারায় বিলীন হয়ে যায়।ভগবান সাথে আছেন।ভয় কি।কেউ বদলায় না।নিজের মনের পবিত্রতা মনের শক্তি ধ্যান মনোসংযোগ দিয়ে মন কে এমন উচ্চতায় নিতে হবে যেখানে বাইরের কালিমা আমাকে ছুঁতে না পারে।বরং আমার মনের শক্তি দিয়ে তারা ও উচ্চতর শান্তির পথ পেয়ে নিজেই পবিত্র হয়ে যায়।
-
The world is round.
It has no beginning no end.
If you are happy today
after being sad for long time,
it's not that you are free from all pains
N pathos for ever.
It must come again n again.
Because the world is round.-