Habib Mastar   (হাবিবুর রহমান (হাবিব))
29 Followers · 118 Following

মনের কল্পনা গুলো কালির অাচরে ছন্দের গাঁথনি দিয়ে নান্দনিক উপস্থাপন করার ক্ষুদ্র প্রয়াস।
Joined 17 June 2021


মনের কল্পনা গুলো কালির অাচরে ছন্দের গাঁথনি দিয়ে নান্দনিক উপস্থাপন করার ক্ষুদ্র প্রয়াস।
Joined 17 June 2021
24 JUL 2022 AT 11:48

কোন সমস্যাই কাউকে থামিয়ে দেয়ার জন্য
আসে না,
বরং সমস্যা তোমাকে পথ দেখাতে আসে”

-


18 JUL 2022 AT 15:47

সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট।

কিন্তু প্রশংসা করতে গেলে হৃদয় লাগে।

-


16 JUL 2022 AT 13:24

নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগো না!
তুমি নিজেকে যেভাবে ভাবো,
তার থেকে অনেক বেশী যোগ্য তুমি!
শুধু ভেতরে জিতার আগুন টাকে জ্বালিয়ে দাও,
ব্যস তুমিই আগামী'র সেরা!

-


16 JUL 2022 AT 13:14

কিছু সময় অামরা যা চাই,
দেখবে জীবন অামাদের তা দেবে না!
এর মানে এই নয় যে,
তুমি পাওয়ার যোগ্যতা রাখো না!
এটা তোমাকে নিরবে বলে যায়,
তুমি তার থেকে বেশী কিছু পাওয়ার যোগ্যতা রাখো।

-


16 JUL 2022 AT 10:43

জীবনের যত শপথ ,
জীবন চলার গতিপথ,
কখনো যায় পাল্টে!

নিয়তির কাছে হেরে,
কখন যে নীরে ফিরে
সবই যায় উল্টে!

-


1 APR 2022 AT 14:31

সাদা মনের সরলতায় সবার দৃষ্টি না পড়ে,
সরল মানুষগুলো সুন্দর পৃথিবী গড়ে!

-


17 MAR 2022 AT 15:28

🇧🇩 বঙ্গবন্ধু 🇧🇩
সবুজ শ্যামল বাংলার বহতা নদীর মোহনায়,
ভোরের কোকিল অাপন সুরে শুধু তারই গান গায়।

তিনি ছিলেন বাঙালি জাতির প্রাণের অনুপ্রেরণা,
তার হাত ধরেই খোঁজে পেলাম বাংলা মায়ের ঠিকানা।

এনে দিলেন যিনি বাঙালিকে স্বাধীনতার মহা সম্মান,
বঙ্গবন্ধু ছিলেন অকুতোভয় বীর তিনি মহিয়ান।

শত অাঘাতে থেমে থাকেনি তার বজ্রধ্বনি,
শত বাঁধাতে শুনিয়েছেন তিনি মুক্তির বাণী।

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেয়েছেন বিজয়ের জয়গান।
যার বজ্র কণ্ঠে ধ্বনিত হয়েছে মুক্তির ফরমান।

তিনি বঙ্গবন্ধু বাঙালির প্রাণ
শেখ মুজিবুর রহমান।।

-


9 MAR 2022 AT 14:57

জীবন কখনো কাঁদায়
কখনো হাসায়!
কখনো অনাবিল সুখের
মূর্ছনায় ছড়ায়।

-


9 MAR 2022 AT 14:48

ভয়কে করো জয়,
অাসবেই বিজয়!

-


9 MAR 2022 AT 14:44

বাঁধা যত বিশাল,
বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

-


Fetching Habib Mastar Quotes