বুঝলে প্রিয়🌼🥀
তুমি সামনাসামনি দেখার কথা বলছো...
আমি তো তোর কথা ভেবেই হারিয়ে যাই❤।।-
সবার যদি আমার লেখা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট করো যাত... read more
শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে -
তোমাকে না পাবার শূন্যতাকে আকড়ে ধরে ভালোবেসে যেতে চাই...।।-
শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে -
তোমাকে না পাবার শূন্যতাকে আকড়ে ধরে ভালোবেসে যেতে চাই...।।-
প্রথমে বলেরাখা ভালো আমি কোন professional ভাবে কোন লেখালেখি করিনা ।
#কিছু_কথা_তাকে_নিয়ে_বলা
হু...
আমি তোকে ভালোবাসি...
আমি তাকে ভালোবেসেছি, যার কথাগুলো আমার ওপর নাম না জানা এক ম্যাজিক এর মতো শীতল হাওয়া বয়ে নিয়ে যায় অনায়াসে।
আমি তাকে ভালোবেসেছি, যাকে একটি বার দেখলে এই দূরন্ত মন, যেটা কিনা এদিক থেকে ওদিকে ছুটে- -বেড়ায় সারাদিন,সেটা কিনা একদম শান্ত হয়ে যায়।
আমি তাকে ভালোবেসেছি, যার চোখের দিকে তাকিয়ে অজানা কোনো এক স্বপ্নের জগতে ভাসিয়ে নিয়ে যায় আমাকে খুব সহজেই ।
আমি তাকে ভালোবেসেছি, যাকে এই বেসামাল মনটা প্রতিটা সময় জন্য কেড়ে নিতে চায় এই গোটা পৃথিবী থেকে।
আমি তাকে ভালোবেসেছি, যার চুলের গন্ধে মেতে ওঠার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার, কিন্তুু তার চুলে গাথা সেই বেলিফুলের মালা লাগানো ছবিটা আমার রাতের ঘুম কেড়ে নিয়ে যাবার জন্য যথেষ্ট ।
হ্যা, আমি তাকে ভালোবেসেছি যাকে নিয়ে লেখেফেলা যায় অজস্র লাইন... তবুও আমার প্রেমিকার সম্পর্কে বলাটা হয়তো শেষ হবেনা।
হ্যা, আমি তাকে কোনদিন পাবো কীনা জানিনা, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি . (প্রিয়) ।
-
হুম...,
তাঁর থেকে হয়তো ভালো কাওকে পেয়ে যাবো..
কিন্তু,
সব ভালোকে কী ভালোবাসা যায়...😊?-
কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের।
কিন্তু,
তার থেকেও কষ্টের বিষয়টি,
হলো আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা...।।-
করো বিশ্বাস অর্জন
করতে হয়তো কিছু
বছরের সময়ের প্রয়োজন হয়..।।
কিন্তু একবার যদি সেই বিশ্বাস ভাংতে সময়
প্রয়োজন এক মুহূর্তের ..!
কিন্তু যদি, বন্ধু সেই পুনরায় বিশ্বাস
স্থাপন করতে না আমি বলবো..
তোমার লেগেবে "সারাটা জীবন" ।।-
দ্বিতীয় ভালোবাসা ❤️
- দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারাটা যখন
অসম্ভব লাগে,
- তখন দেখাযায় কিছু মানুষ হঠাৎই চলে আসে,
- সত্যি খুব খুব স্পেশাল হয় তারা...☺️
- এদের নিজস্ব এক ম্যাজিক থাকে ✨
- পাথর হয়ে যাওয়া এই মনেও সে সজীবতা ফিরিয়ে
আনে।
- আমাদের ঠিকগুলো কে আপন করে,
ভুলগুলোকে ক্ষমা করে, শুধরে দেয়...
- আর তারা অনেক ভালোবাসে, কিন্তু ছেড়ে যায় না।😌
ভালো থাকুক সেই সম্পর্কগুলো...❤
হয়তো এটি ভালোবাসা....💝
-
সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা, কাছে এসে উকি দেয় , দেয়না ধরা।।
সুখের এই দুনিয়াতে , পেলামনা এই সুখের দেখা,
তাই সুখের খোজে আজ আমি হয়েছি একা ।। জীবনের সুখের নদী নামে পাইনি কোনো কূল,
আজ মনে হয় সুখের আসায় বেচে থাকা বরই ভুল।।-
প্রার্থনা করি,
তুমি তারই হও.. 😊
যার সাথে তুমি তোমার জীবনের প্রতিটি সময় এক একটি স্বপ্নের মতো কাটাতে পারো... 🌼✨।।
-