সবার জীবন চলছে দেখো,
বুলেট ট্রেনের মতন।
আমার জীবন চলছে যেনো,
বেল গাড়ির মতন।-
এই জীবনে পেয়েছি যে টুকু,
হারিয়েছি তার বেশি।
তাই এই জীবনে হারাবার,
আর নেই তো কোনো কিছু।-
"আছি আজও"
তোমার যখন ছিল না কিছু,
আপন ছিলাম আমি।
এখন তুমি সব পেয়েছ,
পর হয়ে গেছি আমি।
পাওয়ার নেশায় ছেড়েছ আমায়,
ভাবোনি আর কিছু।
আবার যখন থাকবে না কিছু,
ফিরে এসো আমার কাছে।
জানবে আমি বসে আছি,
তোমার ফেরার পথ চেয়ে।
ফিরে যদি পাও সব কিছু,
আবার না হয় যেও ছেড়ে।
আবার আমি থাকবো বসে,
তোমার ফেরার পথ চেয়ে।-
অলস ভাব
শুয়ে শুয়ে শুধুই ভবি,
কামাতে হবে টাকা।
আলসেমির ঘোরে আমার,
পকেট হয়েছে ফাঁকা।
ফাঁকা পকেট হয়েও কিন্তু
যাই নি অলস ভাব!
এবার আমি শুয়ে পড়ি,
করেছি অনেক কাজ!😊
ফাঁকা পকেট ভরতে হলে,
নাড়াতে হবে শরীর।
তার চেয়ে অনেক ভালো
শুয়ে থাকার রেশ ধরি ।।🥱
-
হারিয়ে গেছি আমি আমার
মনের চিন্তার জলে।
জানি না তো কি করে বেরোবো
ছিঁড়ে চিরো তরে ।-