7 MAY 2019 AT 5:59

#মাঝ-রাতের কবিতা

নিশুতি রাতে পেঁচার ডাকে
তন্দ্রা নাচিলো রে।
রূপকথাদের ফিসফিসে
ডাক মরমে পসিল রে।
জোনাকিরা তাই ঝিঁঝিঁদের সাথে
জোটবাঁধিলো যে পাতারি ফাঁকে
চুপ-কথারা কতো কথা কয়ে
নিশিথ জাগিলো রে।

- Gopa Garain Mondal